1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিচার দেখে যেতে চাই'

সমীর কুমার দে, ঢাকা১৬ সেপ্টেম্বর ২০১৩

মৃত্যুর আগে হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দেখে যেতে চান সাগরের মা সালেহা মনির৷ নিহতদের একমাত্র সন্তান মেঘের কান্না থামানোর জন্য হলেও যেন এই খুনের বিচার করা হয়, এমন দাবি রুনির মা নুরুন নাহার মির্জার৷

https://p.dw.com/p/19iEO
Caption: An auditorium of Dhaka Reporters Unity were named after murdered journalists Sagar-Runi on Sept 16, 2013. Mr Sagar was former editor of DW Bengali Service. Schlagworte: Sagar, Runi, auditorium, DRU, Dhaka, Bangladesh. Photo: Samir Kumar Dey / DW
ছবি: DW/S.Kumar Dey

গত বছরের ১০ই ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি৷ পরদিন সকালে ওই বাসা থেকে পুলিশ তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে৷ সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ও মেহেরুন রুনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ছিলেন৷ বর্তমানে মামলাটির তদন্ত করছে ব়্যাব৷ আসল খুনি তো দূরের কথা, এই হত্যাকাণ্ডের সঙ্গে কাউকেই গ্রেফতার করতে পারেনি ব়্যাব৷

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ভিআইপি মিলনায়তনের নাম পরিবর্তন করে ‘ডিআরইউ সাগর-রুনি মিলনায়তন' নামে নামকরণ করা হয়৷ ডিআরইউ'তে দুপুরে ফিতা কেটে মিলনায়তনের উদ্বোধন করেন সালেহা মনির ও নুরুন নাহার মির্জা৷ এই উপলক্ষ্যে এক আলোচনাসভায় তারা বক্তব্য রাখেন৷ এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী৷

r Rashid Swapan took the photos and allowed DW to use.
নিহতদের একমাত্র সন্তান মেঘের কান্না থামানোর জন্য হলেও যেন এই খুনের বিচার করা হয়, এমন দাবি রুনির মা নুরুন নাহার মির্জারছবি: DW/Harun Ur Rashid Swapan

আলোচনাসভায় সাগর সরওয়ারের মা সালেহা মনির বলেন, ‘‘সাংবাদিকদের জীবন যে এত ঠুনকো, তা আগে বুঝিনি৷ বুঝলে সাগর-রুনিকে আমরা এই পেশায় থাকতে দিতাম না৷ তাদের কী অপরাধ? এখনো তাদের হত্যার বিচার হচ্ছে না কেন? এ বিচার হতে বাধা কোথায়?'' কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘‘সাগর-রুনি বিচারের আন্দোলন বেগবান হচ্ছে না৷ এই হত্যার বিচার দাবিতে আমি সব সাংবাদিককে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি৷ তাই মৃত্যুর আগে এই খুনের বিচার দেখে যেতে চাই৷ যেভাবেই হোক আসল খুনি গ্রেফতার হোক আমরা চাই৷ আমি এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সন্দিহান৷ আদৌ এই বিচার হবে কি না জানি না৷ তবে খুব খুশি হতাম, যদি সাংবাদিকদের আন্দোলন আরো বেগবান হতো৷'' সালেহা মনির বলেন, ‘‘একমাত্র মা-ই জানেন, সন্তান হারানো কতো কষ্টকর৷''

মেহেরুন রুনির মা নুরুন নাহার মির্জা বলেন, ‘‘আপনারা মেঘের দিকে তাকান৷ সে বাবা-মা'র জন্য মাঝে মাঝে কাঁদে৷ তার দিকে তাকিয়ে হলেও সাগর-রুনি হত্যার বিচার করা হোক৷ এই ছোট্ট ছেলেটা কত কষ্ট নিয়েই না বড় হচ্ছে৷'' একথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি৷

Title: First death anniversary of Sagar-Runi murder Description: One year have been passed since the murder of the journalist couple Sagar Sarowar and Meherun Runi. Still the family members have no idea, why and who killed them. DW correspondent Harun Ur Rashid Swapan talked with the family members to prepare a special report on the eve of first death anniversary of the couple. Keywords: Sagar Sarowar, Meherun Runi, Saleha Munir, Nurunnhar Mirza, Declaration: DW correspondent Harun Ur Rashid Swapan took the photos and allowed DW to use.
মৃত্যুর আগে হলেও সাগর-রুনি হত্যার বিচার দেখে যেতে চান সাগরের মা সালেহা মনিরছবি: DW/Harun Ur Rashid Swapan

ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী বলেন, মহীউদ্দীন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাগর-রুনির খুনের রহস্য উন্মোচন এবং খুনিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছিলেন৷ পরে ‘জজমিয়া' নাটক সাজানোর চেষ্টা হয়েছে৷ খুনিদের গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন৷ তিনি আরও বলেন, ‘‘আগামী এক সপ্তাহের মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে৷ নয়তো এরপর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে৷ প্রজন্মের পর প্রজন্ম সাংবাদিকরা এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে যাবেন৷ আমরা এই অমানবিক হত্যাকাণ্ডের বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন করে যাবো৷''

ডিআরইউ'র সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘‘অব্যাহত আন্দোলনের অংশ হিসেবেই ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনের নামকরণ করা হয়েছে৷ সাংবাদিক ইউনিয়নের বিভক্তির কারণে ঐক্যবদ্ধ আন্দোলন না হলেও ডিআরইউ'র উদ্যোগে এই আন্দোলন বেগবান করা হবে৷ ডিআরইউ সদস্যরা বিচারের দাবিতে আন্দোলন করে যাবেন৷ আন্দোলন বন্ধ হবে না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য