1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলিমবিদ্বেষী মন্তব্যের জন্য বিচার

৪ জুলাই ২০১৩

মুসলমানরা নাকি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসিদের মতো ফ্রান্স দখল করে ফেলছে! এমন মন্তব্য করেও অনুতপ্ত নন মারিঁ ল্য পেন৷ তবে এবার বিচার হবে, আদালতে যেতে হবে ইউরোপিয়ান পার্লামেন্টের এই ডেপুটিকে৷

https://p.dw.com/p/191cA
Marine Le Pen, France's far-right National Front political party leader, arrives to take part in a voting session at the European Parliament in Strasbourg, July 2, 2013. The leader of France's far-right National Front lost her right to legal immunity as a European Parliament deputy on Tuesday, exposing her to possible prosecution over a racism charge. Marine Le Pen's loss of immunity came at the request of a Lyon court three years after she was accused of inciting racial hatred for comparing Muslim street prayers to the occupation of France by Nazi Germany. REUTERS/Vincent Kessler (FRANCE - Tags: POLITICS)
ছবি: Reuters

ফ্রান্সের ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের নেত্রী মারিঁ ল্য পেন সে দেশের মুসলিম অভিবাসীদের নিয়ে এমন মন্তব্য করেছিলেন দু'বছর আগে৷ বিতর্কের ঝড় উঠেছিল তখনই৷ তবে ইউরোপিয়ান পার্লামেন্টের ডেপুটি বলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যাচ্ছিল না৷ নিয়ম অনুযায়ী ইউরোপিয়ান পার্লামেন্টের প্রত্যেক সদস্যই আইনি নিরাপত্তা পেয়ে থাকেন৷ সম্প্রতি মারিঁ ল্য পেনের কাছ থেকে এই অধিকার কেড়ে নেয়ার প্রস্তাব রাখা হয় ইউরোপিয়ান পার্লামেন্টে৷ অধিকাংশ সদস্যের ভোটে সেই প্রস্তাব পাশ হয়েছে৷ ফরাসি এই নেত্রীর এবার কাঠগড়ায় দাঁড়ানোর পালা৷

Marine Le Pen, France's National Front leader and candidate for the legislative elections, reacts as she speaks with supporters after she lost in the run-off election in Henin-Beaumont June 17, 2012. REUTERS/Jean-Yves Bonvarlet (FRANCE - Tags: POLITICS ELECTIONS)
ফ্রান্সের ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের নেত্রী মারিঁ ল্য পেনছবি: Reuters

তাতে মোটেই নেই মারিঁ ল্য পেন৷ বিশ্বের প্রায় সব ডানপন্থী দলের মতো তাঁর ন্যাশনাল ফ্রন্টও প্রতিষ্ঠার পর থেকেই মূলত বিদ্বেষ ছড়ানোর কাজই করে আসছে৷ ২০১১ সালে তাঁর বাবা জঁ ল্য পেন মারা যান৷ তখন থেকে মারিঁ ল্য পেনই দলের প্রধান৷ ফ্রান্সের সর্বশেষ নির্বাচনে ১৮ শতাংশ ভোট পেয়েছে ন্যাশনাল ফ্রন্ট৷ দেশে যে তাঁর দলের গ্রহণযোগ্যতা রয়েছে তা অস্বীকার করার জো নেই৷

সে কারণেই হয়ত আদালতে যেতে হবে শুনেও মারিঁ ল্য পেন বলতে পেরেছেন, ‘‘ফরাসিদের সত্য কথাটা বলতে পারে এমন লোকের দরকার আছে – এটা বোঝাতে আমি মাথা উঁচু করেই আদালতে যাবো৷'' ফ্রান্সের এক টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, মুসলমানদের সম্পর্কে তাঁর মন্তব্য অযৌক্তিক নয়, দোষ যদি কিছু হয়ে থাকে সেটা ‘চিন্তা করার দোষ'৷

মারিঁ ল্য পেনের বিচার হবে সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে৷ অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের জেল এবং ৪৫ হাজার ইউরো জরিমানা হবে তাঁর৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য