1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই-এর পথে পাল্টে যাচ্ছে ঐতিহ্যবাহী রং

১৮ সেপ্টেম্বর ২০১০

পাল্টে যাচ্ছে ট্যাক্সির রং৷ কালো-হলুদের পাশাপাশি দেখা মিলবে বাদামি রঙের ট্যাক্সিও৷ তবে শতবছরের নগর ঐতিহ্যে এমন পরিবর্তন মানতে রাজি নন পেশাদার ট্যাক্সি চালকদের বৃহত্তম ইউনিয়ন৷

https://p.dw.com/p/PFNI
taxi, Mumbai, India, মুম্বই, কালো-হলুদ, ট্যাক্সি, ভারত
মুম্বই-এর পথে কালো-হলুদ ট্যাক্সিছবি: AP

ভারতের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক রাজধানী মুম্বই৷ বিংশ শতাব্দীর শুরুতে মুম্বই শহরে শুরু হয় প্রথম মোটর চালিত এসব পরিবহণের পথ চলা৷ বলিউড ছবি থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্য দিনের কাজের সাথে জড়িয়ে রয়েছে এসব ট্যাক্সির স্মৃতিকথা৷ এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ট্যাক্সি ‘প্রিমিয়ার পদ্মিনী' মডেলের ফিয়াট৷ তবে ২৫ বছর কিংবা তার চেয়ে পুরনো গাড়ি রাস্তা থেকে তুলে নিতে সরকারের নির্দেশে এখন কমে যাচ্ছে প্রিমিয়ার পদ্মিনীর সংখ্যা৷

যাহোক, শত বছর ধরে নগরীর পথে-ঘাটে শোভা পায় কালো-হলুদ ট্যাক্সি৷ কিন্তু রাজ্য সরকার এবার পরিকল্পনা করেছে ট্যাক্সির রং বদলানোর৷ মহারাষ্ট্র রাজ্যের পরিবহণ মন্ত্রী রাধাকৃষ্ণ বিকে পাটিল ঘোষণা দিলেন, এখন থেকে যেসব নতুন ট্যাক্সি পথে নামবে, সেগুলোর রং হবে বাদামি৷ কিন্তু ট্যাক্সি চালকদের বৃহত্তম ইউনিয়নের অভিযোগ, এমন একটি সিদ্ধান্তের ব্যাপারে তাদের সাথে কোন পরামর্শ করা হয়নি৷

মুম্বই এর ৫৫ হাজার ট্যাক্সি চালকের মধ্যে ৪০ হাজার চালকই মুম্বই ট্যাক্সিমেনস ইউনিয়নের সদস্য৷ এই ইউনিয়নের সাধারণ সম্পাদক এ এল কুয়াড্রোজ বললেন, ‘‘মু্ম্বই এর পথে রয়েছে কালো-হলুদ রঙের ট্যাক্সি৷ কিন্তু নতুনগুলো আসবে নতুন রং নিয়ে৷ এতে মানুষজন খুব দ্বিধায় পড়ে যাবে৷'' তিনি বলেন, ‘‘ইউনিয়নের সাথে পরামর্শ না করেই মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন৷ ট্যাক্সির রং বদলানোটা খুব বড় কোন কাজ নয়৷ বরং মনোযোগ দেওয়ার মতো আরো অনেক জরুরি বিষয় রয়েছে৷''

কালো এবং হলুদ – এদু'টি ঐতিহ্যবাহী রং, উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমি এর প্রতিবাদে মন্ত্রীর কাছে লিখবো৷'' তাঁর ভাষায়, ‘‘লন্ডনের কালো এবং নিউইয়র্কের হলুদ ট্যাক্সির সমার্থবোধক মুম্বই-এর কালো-হলুদ ট্যাক্সি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন