1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরাগ অপহরণ কাণ্ড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ নভেম্বর ২০১২

আইন-শৃঙ্খলা বাহিনী জাল পাতার পরও অপহৃত শিশুকে উদ্ধার করতে হয়েছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে৷ পুলিশের সাবেক আইজি এ এস এম শাহজাহান একে দেখছেন পুলিশের ব্যর্থতা হিসেবে৷

https://p.dw.com/p/16jFK
ছবি: Reuters

ঢাকার পাশেই কেরানীগঞ্জ এলাকা থেকে শিল্পপতি বিমল মণ্ডলের শিশুপুত্র পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা ৩ দিন আগে৷ তারা প্রকাশ্যে তার মাকে গুলি করে তার হাত থেকে শিশুটিকে ছিনিয়ে নেয়৷ এই ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়৷ তৎপর হয় পুলিশের সব শাখা৷ আর শিশুটি শেষ পর্যন্ত উদ্ধার হয় মঙ্গলবার রাতে৷ কিন্তু ব়্যাবের পরিচালক কমান্ডার এম সোহায়েল জানালেন, শিশুটিকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে৷

এই ঘটনার প্রতিক্রিয়ায় সাবেক আইজিপি এ এস এম শাহজাহান বলেন, এতে পুলিশের অদক্ষতাই প্রমাণিত হয়েছে৷ অপহরণকারীদের না ধরে মুক্তিপণের মাধ্যমে শিশুটিকে উদ্ধারে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়বে৷

সাধারণ মানুষও মনে করেন, এর ফলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠবে৷ তাদের প্রশ্ন, যাদের টাকা নেই তারা মুক্তিপণ দেবে কীভাবে? তবে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তাদের উদ্দেশ্য ছিল শিশুটিকে মায়ের বুকে ফিরিয়ে দেয়া৷ তা তারা করতে পেরেছেন৷

এদিকে ঢাকার অদূরে সাভার থেকে রাকিব হাসান নামে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরকে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে গতকাল৷ তার পরিবার বলেছে, এত টাকা দিয়ে রাকিবকে উদ্ধারের মত আর্থিক অবস্থা তাদের নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য