1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মিশরে কী হতে চলেছে বোঝা যাচ্ছে না’

২১ ডিসেম্বর ২০১২

তাহরির স্কয়ার আবার উত্তপ্ত৷ যে জায়গাটা ছিল মুবারকবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু, সেখানেই চলে হালের সরকারবিরোধী আন্দোলন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরি গায়েন এখন সেখানে৷ তিনি জানান, সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল৷

https://p.dw.com/p/176oL
ছবি: AP

গত ফেব্রুয়ারিতে তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয় হোসনি মুবারককে৷ তখন কে ভেবেছিল সেই মিশরে বছর না ঘুরতেই আবার দেখা যাবে লাগাতার আন্দোলন? এবারের আন্দোলন অবশ্য একেবারে ভিন্ন ধরনের৷ আন্দোলনকারীদের প্রতিপক্ষ এখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার৷ মোহামেদ মুরসি মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা হিসেবে প্রেসিডেন্ট হয়েছেন ছয় মাসও হয়নি, তার আগেই মিশর আবারো উত্তাল৷

Ägypten Kairo Proteste gegen Mursi
মিশরের তাহরির স্কয়ার...ছবি: Reuters

প্রথমে বিরোধী দলগুলো নেমেছিল মুরসির জারি করা একটি ডিক্রি প্রত্যাহারের দাবিতে৷ বিরোধীদের অভিযোগ ছিল, নতুন প্রেসিডেন্ট সেখানে তাঁর এবং তাঁর দলের ক্ষমতা বাড়িয়ে নিয়েছেন৷ আন্দোলনের এক পর্যায়ে বাতিল করা হয় ডিক্রিটি৷ তবে তাতেও শান্তি বা স্থিতি ফেরেনি৷ নতুন সংবিধান প্রণয়নের পথে পা বাড়িয়ে বিরোধীদের আরো বেপরোয়া আন্দোলনের মুখেই ঠেলে দিয়েছেন মুরসি৷

BM/211212/Interview with Kaberi Gayen on Egypt - MP3-Mono

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরি গায়েন এখন মিশরে৷ তাই তাঁর কাছে জানতে চাওয়া, মুবারকের পতনের পর আবার উত্তাল তাহরির স্কয়ার, উত্তাল মিশর৷ কেমন দেখছেন? হোসনি মুবারকবিরোধী আন্দোলনের সময়ের সঙ্গে এখনকার তফাত কতটুকু? কথোপকথন এভাবে শুরু হলেও শেষ হয়েছে সংবিধান নিয়ে ‘হ্যাঁ', ‘না' ভোটের সম্ভাব্য ফলাফল এবং মিশরের নিকট ভবিষ্যত প্রসঙ্গে৷

কাবেরি বললেন, ‘‘মিশরে মুসলিম ব্রাদারহুড আর বিরোধী দলগুলো মুখোমুখি অবস্থানে, দু'পক্ষই খুব মরিয়া, তাই কী হতে চলেছে এক্ষুনি বলা খুব মুশকিল৷''

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান