1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কথোপোকথন

১৯ জুন ২০১২

সম্প্রতি বাংলাদেশে বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকে কারাবন্দী করা হয়৷ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মধ্যে অন্যতম৷ বিএনপি’র ভবিষ্যত কর্মকাণ্ড, আন্দোলন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু?

https://p.dw.com/p/15HNb
ছবি: DW

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপি অনেক আগে থেকেই করে আসছে এবং আওয়ামী লীগ তা গ্রাহ্য করছে না৷ সেক্ষেত্রে বিএনপি'র কি বিকল্প চিন্তা ভাবনা রয়েছে, নাকি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি অনড় থাকবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনের দাবি আমাদের দেশের সংবিধানে ছিল৷ এই সরকার ক্ষমতায় আসার পূর্বে নির্বাচনের কোনো মেনিফেস্টোতে এই তত্ত্বাবধায়ক সরকার নীতির পরিবর্তন করার কোনো দাবি ছিল না৷ এই সরকার আসার পরে যে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছিল, তাদের কাছেও আওয়ামী লীগ নিজেরাই গিয়ে বলে এসেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে৷ কিন্তু একটি রায়কে কেন্দ্র করে এই বিধানটিকে তারা পাল্টে দিয়েছে৷ যেটা কোনো পূর্ণাঙ্গ রায় নয়, যা এখনো পূর্ণাঙ্গ রায় রূপে প্রকাশ হয়নি৷ এবং আগামী দুটো নির্বাচনও তত্ত্ববধায়ক সরকারের অধীনে করার জন্য সেই রায়তে বলা হয়েছিল৷''

Mirza Fakhrul Islam Alamgir
মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সরকার সম্পূর্ণ দলীয় কারণে এবং আগামী নির্বাচনে যেহেতু তারা জনগণের আস্থা হারিয়েছে ও তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন করলে তারা যেহেতু জয়ী হতে পারবে না - সেই কারণেই বিধানটিকে বাদ দিয়ে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধানটিকে সংবিধানে সন্নিবেশিত করেছে তারা৷ যেটা এই দেশের মানুষ মেনে নেয়নি৷ কোনো রাজনৈতিক দলও মেনে নেয়নি৷ সেই কারণেই বিএনপি নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় রয়েছে৷

সাক্ষাৎকার: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য