1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিরোস্লাভ ক্লোজে খেলবেন লাজিও'র পক্ষে

৯ জুন ২০১১

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি বাড়াতে না পারায় জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে চুক্তি স্বাক্ষর করলেন ইটালির ক্লাব লাজিও'র লঙ্গে৷

https://p.dw.com/p/11XZ2
মিরোস্লাভ ক্লোজেছবি: picture-alliance/dpa

৩৩ বছর বয়স্ক ক্লোজে ২০০৬ সালে সবচেয়ে বেশি গোল করে সবার নজর কাড়েন৷ সব মিলিয়ে ১৪টি গোল করেছিলেন তিনি৷ বায়ার্ন মিউনিখের পক্ষে চার বছর খেলেন ক্লোজে৷ কিন্তু এ মাসেই তাঁর চুক্তি শেষ হচ্ছে৷ বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ক্লোজের সঙ্গে নতুন করে চুক্তি হচ্ছে না৷'' না, তিনি সময় নষ্ট করেননি৷ দ্রুত খুঁজে পেয়েছেন আরেকটি ক্লাব৷

ক্লোজে সাম্প্রতিককালে বায়ার্ন মিউনিখের সঙ্গে খুব সুবিধা করতে পারেননি৷ কুড়িটি খেলায় গোল করেছেন মাত্র একটি৷ সেই তুলনায় আরেক খেলোয়াড় মারিও গোমেজ ৩১টি খেলায় গোল করেছেন ২৮টি৷ তাই তাঁকেই দলে রাখতে আগ্রহী বায়ার্ন মিউনিখ৷ স্বাভাবিকভাবেই, ক্লোজের এই পারফরমন্সে আহত বায়ার্ন মিউনিখ৷ আর সে জন্যই, মিরোস্লাভ ক্লোজেকে বিদায় জানাতে বাধ্য হয়েছে মিউনিখের এই ক্লাব৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য