1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে বায়ার্নের মধুর প্রতিশোধ

৬ ডিসেম্বর ২০১২

চ্যাম্পিয়নস লিগের খেলায় নিজেদের মাঠে বিএটিই বরিসভকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ৷ এই জয় মিউনিখকে গ্রুপ-এফ’র শীর্ষ অবস্থান এনে দিয়েছে৷ খেলা শেষে অবশ্য উভয় পক্ষেই খেলোয়াড় ছিল দশ জন করে৷

https://p.dw.com/p/16waF
ছবি: Getty Images

বায়ার্নের কাছে এই খেলা ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ৷ বেলারুশে বরিসভের কাছে ৩-১ গোলে হেরেছিল সেদল৷ সেই পরাজয় কোনভাবেই প্রত্যাশিত ছিল না৷ খোদ বায়ার্নই বিস্ময় প্রকাশ করেছিল এমন হারের পর৷ মোটের উপর সেই পরাজয়, বায়ার্নকে খানিকটা পিছিয়েও দিয়েছিল৷

যা হোক, বুধবার রাতে বায়ার্নের পক্ষে গোল বন্যার সুচনা করেন মারিও গোমেস৷ খেলা শুরুর ২২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি৷ খেলার দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই অবশ্য বায়ার্ন একজন খেলোয়াড় হারায়৷ ৫১ মিনিটের মাথায় মাঠ ত্যাগ করতে বাধ্য হন জেরোম বোয়েটিং৷

অবশ্য দর্শকদের তখনও অনেক কিছু দেখা বাকি ছিল৷ খেলার ৫৪ মিনিটে দলের পক্ষে জয়ের পাল্লা ভারি করেন থমাস ম্যুলার৷ এরপর জেয়ারডান শাকিরি আরেক গোল করে বায়ার্নের জয় মোটামুটি নিশ্চিত করে ফেলেন৷

Champions League München vs Borisov
গোলের পর শাকিরিছবি: Getty Images

শুরুতেই যেটা বলেছি, উভয় পক্ষ খেলা শেষ করেছে দশজন করে খেলোয়াড় নিয়ে৷ খেলার ৬৯ মিনিটের মাথায় পেনাল্ট আদায়ের জন্য ফাউলের অভিনয়ের অপরাধে সেদলের ডেনিস পোলিয়াকভকে মাঠ থেকে বের করে দেওয়া হয়৷ এরপর বায়ার্নের পক্ষে আরো একটি গোল করেন ডেভিড আলাবা৷ বরিসোভ অবশ্য খেলা শেষ হওয়ার আগে একটি গোল পরিশোধের সুযোগ পায়৷ ফলাফল তাই ৪-১৷

খেলা শেষে বায়ার্নের গোলরক্ষক মানুয়েল নয়ার জানান, বেলারুশে পরাজয়ের পর প্রতিশোধের বিষয়টি তাদের মাথাতেই ছিল৷ তিনি বলেন, ‘বরিসভে পরাজয়ের পর এটা ছিল আমাদের জন্য অবশ্যই জিততে হবে – এমন ম্যাচ৷ আমরা দেখাতে চেয়েছি, আমরা তাদের চেয়ে ভালো দল৷ কিন্তু আমাদের একটি গোল হজমও করতে হয়েছে, যা বিরক্তিকর৷'

বায়ার্ন কোচ ইয়ুপ হাইনকিসও সন্তুষ্ট৷ তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল এই খেলায় এবং গ্রুপ পর্যায়ে জেতা৷ আমরা অনেক রিসার্ভ খেলোয়াড় নিয়ে সেটা ভালোভাবেই করেছি৷''

এআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য