1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় পৌনে ৩ লাখ অবৈধ বাংলাদেশি ডিসেম্বরের মধ্যে বৈধ হচ্ছে

১৯ সেপ্টেম্বর ২০১১

মালয়েশিয়ায় অবস্থানরত পৌনে তিন লাখ অবৈধ বাংলাদেশিকে ডিসেম্বরের মধ্যে বৈধ করে নেয়া হচ্ছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন প্রবাসীকল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান৷

https://p.dw.com/p/12bXk
মালয়েশিয়ায় এক অবৈধ শ্রমিকছবি: AP

তবে কিছু বাংলাদেশি শ্রমিককে কেন ফেরত পাঠানো হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি৷

মালয়েশিয়ায় যখন বাংলাদেশের অবৈধ শ্রমিক বৈধ করে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তখন সেখান থেকে কিছু শ্রমিক ফেরত পাঠানো হচ্ছে৷ রোববার মালয়েশিয়া থেকে ৬০ শ্রমিক ফেরত এসেছেন৷ তারা বিমানবন্দরে এসে তাদের নির্যাতনের কথাও জানান৷

এব্যাপারে প্রবাসীকল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান ডয়চে ভেলেকে জানান, কি কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে তা তারা এখনো বুঝতে পারছেন না৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ তবে এপর্যন্ত প্রায় পৌনে তিন লাখ অবৈধ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ার আইন অনুযায়ী সেখানে তাদের নাম নিবন্ধন করছেন৷ তারা ডিসেম্বর মাসের মধ্যে বৈধতা পাবেন বলে জানান তিনি৷

তিনি বলেন এজন্য শ্রমিকদের পাসপোর্ট বাবদ কিছু টাকা খরচ করতে হয়েছে৷ অন্য কোনো খরচ নেই৷ আর তারা সেখানে তাদের নিয়োগকর্তাদের মাধ্যমেই নিবন্ধিত হয়েছেন৷

অবৈধ শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়ায় সেখানে কিছু দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন প্রবাসী কল্যাণ সচিব৷ তবে তিনি জানান সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে৷

মালয়েশিয়ায় এখন বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কর্মরত আছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক