1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি রপ্তানি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ নভেম্বর ২০১২

জানুয়ারি মাসেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু হবে৷ আর লোক পাঠানো হবে সরকারি ব্যবস্থাপনায়৷ এতে ৪০ হাজার টাকা খরচেই শ্রমিকরা সেখানে যেতে পারবেন৷ আর তাদের মাসে ন্যুনতম বেতন হবে ২৫ হাজার টাকা৷

https://p.dw.com/p/16gZ1
Refugees from Bangladesh show their passports after crossing the Libya-Tunisia border in Ras Ajdir, Tunisia, Wednesday, March 2, 2011. U.N. refugee agency spokeswoman Melissa Fleming said Tuesday "the situation is reaching crisis point" at the Libya-Tunisia border where authorities say up to 75,000 people have fled Libya since Feb. 20. (Foto:Giorgos Moutafis/AP/dapd)
ছবি: dapd

চলতি মাসেই মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই হবে৷ আর বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি নেয়া শুরু করবে জানুয়ারি মাস থেকে৷ প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান ডয়চে ভেলেকে জানান, এবার লোক পাঠানো হবে সম্পূর্ণ সরকারি ব্যববস্থাপনায় এবং জন প্রতি খরচ হবে মাত্র ৪০ হাজার টাকা৷ যাদের সামর্থ্য থাকবে না তাদের প্রয়োজনে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক৷

তিনি জানান, আগামী ৫ বছরে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে ৫ লাখ বাংলাদেশি শ্রমিকের প্রয়োজন পড়বে৷ প্রথম বছরে বাংলাদেশ থেকে ১ লাখ জনশক্তি পাঠানো হবে৷

ড. জাফর আহমেদ খান জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় লোক পাঠানোর কারণে কেউ প্রতারিত হবেন না৷ নিশ্চিত চাকিরর বিপরীতেই তাদের পাঠানো হবে৷ আর শ্রমিকদের ন্যুনতম বেতন হবে মাসে ২৫ হাজার টাকা৷ তারা বিমা সুবিধাও পাবেন৷

২০০৭ সাল থেকে মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ রেখেছে৷ তবে এরমধ্যে তারা বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বৈধতা দিয়েছে৷ জানুয়ারি থেকে আবার লোক নেয়া শুরু হলে বাংলাদেশের রেমিটেন্সে এর ইতিবাচক প্রভাব পড়বে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য