1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী নাজিব রাজাক

৩ এপ্রিল ২০০৯

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাজিব রাজাক৷ শুক্রবার রাজা সুলতান মিজান জয়নাল আবিদিন এর সামনে দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন৷

https://p.dw.com/p/HPbd
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী নাজিব রাজাকছবি: AP

বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাওয়ি পদত্যাগ করেন৷ অর্থনৈতিক সংকট এবং নিজ দলের কোন্দলের মুখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন বাদাওয়ি৷ পদত্যাগের পর নিজের উত্তরসূরি হিসেবে উপ প্রধানমন্ত্রী নাজিব রাকাজের নাম ঘোষণা করে যান বাদাওয়ি৷ এর আগে নিজ রাজনৈতিক দলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়ান বাদাওয়ি এবং নাজিব রাজাককে স্থলাভিষিক্ত করে যান৷

শুক্রবার মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোষাক পরে রাজার কাছে শপথ নেন নাজিব রাজাক৷ তিনি মালয়েশিয়ার সংবিধানকে সমুন্নত রাখার কথা উচ্চারণ করেন৷ এরপর প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হয়৷ এসময় বিদায়ী প্রধানমন্ত্রী বাদাওয়ি ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে একটি নীল রংয়ের ফোল্ডার নতুন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের হাতে তুলে দেন৷ এসময় বাদাওয়িকে বেশ শান্ত ও স্থির বলে মনে হয়েছে৷

Wahlen in Malaysia, Anwar Ibrahim in einem Wahllokal in Permatang Pauh
মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমছবি: AP

নতুন দায়িত্ব হাতে পাওয়ার পরই দেশের অর্থনৈতিক সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নতুন প্রধানমন্ত্রীকে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা৷ এছাড়াও নিজ দলের কোন্দল নিরসনেও ভূমিকা রাখতে হবে নাজিব রাজাককে৷ শক্তিশালী বিরোধী দল-এর মোকাবেলা করাটাও তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাড়াবে৷

এদিকে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন, যে তিনি আশা করেন নতুন প্রধানমন্ত্রী তাঁর নেতৃত্বকে তুলে ধরতে যে কোন সমালোচনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন৷ বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক মন্তব্যে আনোয়ার ইবরাহিম বলেন, নাজিব রাজাকের উচিত সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং স্বাধীন পুলিশ বাহিনী ও বিচার বিভাগ নিশ্চিত করা৷ উল্লেখ্য, গত সপ্তাহে মালয়েশিয়ার সরকার বিরোধী মতের দুটি সংবাদপত্রকে নিষিদ্ধ করে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক