1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালি অভিযান

১৩ জানুয়ারি ২০১৩

ফরাসি প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া ওলঁদ বলেছেন, শুক্রবার ও শনিবারের ফরাসি বিমান হানায় মালির আল-কায়েদা সংযুক্ত ইসলামপন্থি বিদ্রোহীরা ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ সম্মুখীন হয়েছে৷ তবে ফরাসি অভিযান এখনও ‘শেষ হয়নি’, বলে ওলঁদ যোগ করেন৷

https://p.dw.com/p/17JBP
ছবি: REUTERS/ECPAD/Adj. Nicolas Richard/Handout

ওলঁদ আরো বলেন, মালিতে ফরাসি অভিযান হল একটি আফ্রিকান সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি হিসেবে৷ এবং সেই হস্তক্ষেপ হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে৷

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভ ল্য দ্রিয়্যাঁ যোগ করেছেন যে, ফরাসি হেলিকপ্টার বিদ্রোহীদের অবস্থানগুলির উপর আক্রমণ - দিনে ও রাতে - অব্যাহত রেখেছে৷ ফ্রান্স হস্তক্ষেপ না করলে বামাকো কয়েকদিনের মধ্যেই বিদ্রোহীদের হাতে গিয়ে পড়তো, বলে ল্য দ্রিয়্যাঁ মন্তব্য করেন৷

ইত্যবসরে ব্রিটেন বলেছে যে, তারা ফ্রান্সের অভিযানে সাহায্য হিসেবে দু'টি সি-১৭ পরিবহণ বিমান দিচ্ছে৷ তবে ব্রিটিশ সৈন্যরা যুদ্ধে লিপ্ত হবে না৷ নাইজিরিয়াও মালিতে বিমানবাহিনীর একটি প্রযুক্তি দল পাঠাচ্ছে৷ এছাড়া পশ্চিম আফ্রিকার ইকোওয়াস গোষ্ঠীর সামরিক অধিনায়করা মালির রাজধানী বামাকো'তে মিলিত হচ্ছেন৷ ইকোওয়াসের সভাপতি আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাস্সানে উয়াত্তারা ইতিমধ্যেই জাতিসংঘের সনদ প্রাপ্ত একটি অভিযানে মালিতে প্রায় ৩,৩০০ আফ্রিকান সৈন্য পাঠানো শুরু করতে চলেছেন৷ সোমবারই এই সৈন্যদের প্রথমাংশের মালি পৌঁছনোর কথা৷ বস্তুত এই অভিযান শুরু হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বর মাসে৷

Mali Frankreich Konflikt Militäreinsatz Hollande Rede Elysee Palast
অভিযান এখনও শেষ হয়নি, বলেছেন ওলঁদছবি: AP

ওদিকে ওলঁদ আরো বলেছেন যে, প্যারিসে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, কেননা মালিতে সামরিক হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদি আক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে৷ বলতে কি, ইসলামি মাঘ্রেবে আল-কায়েদা বা একিউআইএম গোষ্ঠী, যাদের হাতে একাধিক ফরাসি পণবন্দি রয়েছে, তারা ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে অভিযান চলতে থাকলে ফ্রান্স ‘‘তার সন্তানদের জন্য কবর খুঁড়বে''৷

মালির একটি বিদ্রোহী গোষ্ঠী, আনসার দিনে, প্রতিশোধের হুমকি দিয়েছে৷ তাদের মুখপাত্র রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, ‘‘এই অভিযানের ফলশ্রুতি ঘটবে, এবং তা শুধু ফরাসি পণবন্দিদের জন্যই নয় - সব ফরাসি নাগরিকদের জন্যই, তা তারা মুসলিম দুনিয়ার যেখানেই থাকুন না কেন৷'' শুধুমাত্র মালিতেই প্রায় ছয় হাজার ফরাসির বাস, যাদের মালি পরিত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে৷ তবে গোটা পশ্চিম আফ্রিকা জুড়ে হাজার হাজার ফরাসির বাস, বিশেষ করে সেনেগাল এবং আইভরি কোস্টে৷

সামরিক বিশেষজ্ঞরা অবশ্য এই অভিযান শীঘ্র শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না, কারণ উত্তর মালির বিদ্রোহী অধিকৃত এলাকা রুক্ষ ও জনবিরল, অথচ আয়তনে প্রায় ফ্রান্সের সমান৷ এবং স্থল অভিযানের জন্য সরঞ্জাম অথবা সৈন্য, দু'টোর কোনোটাই প্রস্তুত নেই৷

এসি / এআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য