1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন সেনাদের ভয়েস টেলিফোন সুবিধা দেবে গুগল

৭ আগস্ট ২০০৯

গুগল সম্প্রতি মার্কিন সেনাদের তাদের ভয়েস অনলাইন টেলিফোন সেবা ব্যবহারের ব্যবস্থা করে দেওয়ার কথা ঘোষণা করেছে৷ তারা প্রতিশ্রুতি দিয়েছে, এই সুবিধা সৈন্যদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা সহজ করে দেবে৷

https://p.dw.com/p/J5OM
ছবি: Screenshot

ইন্টারনেট জায়ান্ট গুগল ভয়েসে ইন্টারনেট টেলিফোন প্রযুক্তির মাধ্যমে একই নম্বর থেকে ঘর, অফিস ও মোবাইল ফোন ব্যবহার করা যায়৷ এর মাধ্যমে সস্তায় আর্ন্তজাতিক ফোন কল করা যায়৷ এসএমএসও করা যায় বিনা মূল্যে৷এমনকি ভয়েস মেইলের শ্রুতিলিপির সুবিধা দেয় তারা৷ গুগলের যোগাযোগ বিভাগে ফেলোশিপ নিয়ে কর্মরত ডেইল সুইটনাম নামের একজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, যেসব নারী পুরুষ সর্বক্ষণ ছুটন্ত অবস্থায় থাকেন, তাঁরা একটি নম্বরের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন এই প্রযুক্তির সাহায্যে৷ মার্কিন সেনাবাহিনীর ইমেইল ঠিকানাধারীরা এই সুবিধা নিতে পারবে৷

সুইটনাম ইতিমধ্যেই গুগলের এ সুবিধা গ্রহণ করেছেন৷ তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ইতিমধ্যেই এটি ব্যবহারের সুবিধা বুঝতে পারছেন তিনি৷ যুদ্ধের ময়দানে গুগল ভয়েস তাঁকে প্রিয়জনের সান্নিধ্য পেতে সহায়তা করবে বলেও প্রত্যাশা তাঁর৷

ই-আমন্ত্রণের মাধ্যমে গুগল জুন মাস থেকে তাদের ভয়েস সার্ভিসের সদস্য বাড়াচ্ছে৷ যে সব সৈন্য আমন্ত্রণ গ্রহণ করেছেন অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে তাদের অ্যাকাউন্ট কার্যকর হচ্ছে৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক