1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চলছে কঠোর বিশ্লেষণ

৫ জানুয়ারি ২০১০

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ইয়েমেনে মার্কিন দূতাবাস আবার খুলে দেবেন, যদি তারা দেখতে পান সেখানকার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে৷ যদি এসব শর্ত পালিত হয়, তাহলেই সেই দেশে দূতাবাস খুলবে, অন্যথায় নয়৷

https://p.dw.com/p/LL5f
ছবি: AP

বড়দিনে আমস্টারডাম-ডেট্রয়েট ফ্লাইটের একটি মার্কিন বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা এবং ঐ ঘটনায় ধৃত ইয়েমেনে প্রশিক্ষণ নেয়া এক নাইজেরীয় আল কায়েদার সদস্য ধরা পড়ার পর সানায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া হয়৷

ইয়েমেনে আল কায়েদা সন্ত্রাস বিশ্বের জন্য হুমকি

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি বৈঠক করেন সে দেশে সফরে আসা কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিম আল থানির সঙ্গে৷ এই বৈঠকের পর হিলারি সাংবাদিকদের বলেন, ইয়েমেনে বেড়ে ওঠা সন্ত্রাস এখন বিশ্বের জন্য হুমকি হিসাবে দাঁড়িয়েছে৷ আমস্টারডাম-ডেট্রয়েট ফ্লাইটে বোমা হামলার ব্যর্থ চেষ্টার পর সোমবার প্রথম নিজেদের অবস্থান জানিয়ে মুখ খুললেন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন৷ অবশ্য ইতিমধ্যেই বিরোধীরা এ নিয়ে সমালোচনা শুরু করেছে৷ হিলারি বলেছেন, এই ব্যর্থ হামলা চেষ্টার পর এখন সময় এসেছে মার্কিন নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপদমস্তক বিশ্লেষণ৷

চলছে কঠোর বিশ্লেষণ

জানা যাচ্ছে, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি ভাবিয়ে তুলেছে৷ আর এ কারণেই তিনি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি নীতিনির্ধারণী বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ হাওয়াই দ্বীপ থেকে বড়দিনের ছুটি কাটিয়ে এসে প্রথম কর্মদিবসেই তিনি নির্দেশ দিয়েছেন মঙ্গলবার বিশেষ এই বৈঠক অনুষ্ঠানের৷ বারাক ওবামা ঐ ঘটনার অবশ্য গোয়েন্দা ব্যর্থতার দিকেই অঙ্গুলি নির্দেশ করছেন৷ হোয়াইট হাউসের মুখপাত্র বিল বার্টন সাংবাদিকদের জানান, জানমালের নিরাপত্তা জন্য এখন চলছে যে কোন সময়ের চেয়ে কঠোর এবং কঠিন বিশ্লেষণ৷ ইতিমধ্যেই সন্ত্রাসীদের তালিকায় নতুন করে ঘষামাজা শুরু হয়েছে৷ যুক্তরাষ্ট্রগামী বিমানে নিরাপত্তার কারণে যাত্রীদের দেহ তল্লাশির জন্য নেয়া হয়েছে বিশেষ স্ক্যানিং ব্যবস্থা৷

Karte Jemen Yemen Englisch
ছবি: DW

জঙ্গী মোকাবিলায় প্রস্তুত ইয়েমেন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী যখন মুখ খুলেছেন, ঠিক তখনি ভিন্ন ভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, আল কায়েদার হুমকির পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপর দুটি দূতাবাস বন্ধ করে দেবার পর, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অপারেশন শুরু করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী৷ মাত্র এক বছর আগে সৌদি আরব এবং ইয়েমেনের দু্টি ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী এক হয়ে ইয়েমেনে ঘাঁটি গাড়ে আল কায়েদার যে গ্রুপটি সেটাই এখন আরব অঞ্চল এবং আশপাশের এলাকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেই নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত৷ এই গোষ্ঠীর বিরুদ্ধেই এখন অভিযান ইয়েমেনের৷ সোমবার প্রাপ্ত সংবাদে জানা গেছে, এ রকম অভিযানে ইয়েমেনি নিরাপত্তা বাহিনী অন্তত দুই জঙ্গীকে হত্যা করেছে৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি সোমবার যখন বলেছেন যে ইয়েমেনকে এখনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এরই জবাবে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ জানিয়ে দিয়েছেন, তারা দেশের নিরাপত্তা জন্য ক্ষতিকর যে কাউকে মোকাবিলা এবং পরাস্ত করতে পুরোপুরিই প্রস্তুত রয়েছেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই