1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির দেশে অলিম্পিক?

২ সেপ্টেম্বর ২০১৩

বাঙালির কাছে আর্জেন্টিনা মানেই ফুটবল, মারাদোনা আর মেসি৷ এবার সেদেশে বসতে যাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, আইওসির সভা৷ সেখানে নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট, আর জানা যাবে ২০২০ সালের অলিম্পিক আয়োজকের নাম৷

https://p.dw.com/p/19ZwV
Argentina head coach Diego Maradona, right, and Argentina's Lionel Messi, left walk off the pitch after the World Cup group B soccer match between Argentina and South Korea at Soccer City in Johannesburg, South Africa, Thursday, June 17, 2010. Argentina won 4-1. (ddp images/AP Photo/Marcio Jose Sanchez)
ছবি: AP

ইস্তান্বুল, মাদ্রিদ আর টোকিও-র মধ্যে কোনো একটি শহরের নাম ঘোষিত হবে ২০২০ সালের অলিম্পিক আয়োজক হিসেবে৷

কিন্তু আর্জেন্টিনার এখনো অলিম্পিক আয়োজনের সুযোগ পায়নি৷ যদিও অতীতে চার চারবার আয়োজক হতে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল বুয়েনস আইরেস৷ প্রথমবার ১৯৩৬ সালে তারা হারে বার্লিনের কাছে৷ এরপর ১৯৫৬ সালে মেলবোর্ন, ৬৮-তে মেক্সিকো সিটি আর ২০০৪ সালে এথেন্সের কাছে হেরেছিল আর্জেন্টিনার রাজধানী৷

তবে মূল অলিম্পিক না হলেও ২০১৮ সালে যুব অলিম্পিক আয়োজনের সুযোগ পেয়েছে আর্জেন্টিনা৷ তাতেও খুশি দেশটির অলিম্পিক কমিটির বর্তমান প্রধান জেরার্দো ভের্টাইন৷ এছাড়া বুয়েনস আইরিসে আইওসির আসন্ন সভা অনুষ্ঠানকেও একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন তিনি৷ তাঁর আশা শিগগিরই আর্জেন্টিনা মূল অলিম্পিক আয়োজনের সুযোগ পাবে৷

অবকাঠামো

অলিম্পিক আয়োজনের মতো পর্যান্ত অবকাঠামো আর্জেন্টিনার আছে বলে জানিয়েছেন বুয়েনস আইরিসের বর্তমান মেয়র মাওরিসিও মাসরি৷ এ কারণে শহরের বার্ষিক বাজেটের মাত্র এক শতাংশ খরচ করেই যুব অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য