1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মামলাবাজদের দেশে পাখি হওয়ার স্বপ্নে বিভোর ‘ছুটি’

২৮ ডিসেম্বর ২০১১

ছুটি নামটি বুদ্ধদেব গুহ’র রোম্যান্টিক উপন্যাসের নায়িকার নাম মনে হতে পারে৷ কিন্তু এই ছুটি আসলে বেশ কাজের মেয়ে৷ থাকেন লস এন্জেলেস-এ৷ কাজ করেন হিউম্যান রিসোর্স নিয়ে৷ অ্যামেরিকাতে বসেও সে কাজ দিব্যি সামলাচ্ছেন এই বাঙালিনী৷

https://p.dw.com/p/13aTC
Ein Richter mit einem Gesetzbuch bei Gericht. Gavel in der Hand. Eingestellt am 7.4.2011. © Gina Sanders - Fotolia.com
অ্যামেরিকায় আইন-কানুন জানা জরুরিছবি: Gina Sanders/Fotolia

অ্যামেরিকানরা নিজেদের বলে থাকে ‘উই আর সো হ্যাপি'৷ মোদ্দা কথা হল, অ্যামেরিকা দেশটা হল মামলাবাজদের দেশ৷ সেদেশে কর্মীদের প্রতি কোনরকম ইতরবিশেষ হলেই তারা মামলা করে কোম্পানির নামে৷ সেসব বিষয়আশয় সামলাতে হয় ছুটিকে৷ যার ফলে তাঁকে আইনটা বেশ ভালো করে পড়ে নিতে হয়েছে৷ শুধু সেখানেই শেষ নয়৷ কর্মীদের স্বার্থ দেখার পাশপাশি কোম্পানির স্বার্থও তো দেখতে হবে! যে কারণে, কোন গোঁয়ার রগচটা কর্মীকে বোঝাতেও জানতে হয়ে সংস্থার স্বার্থের আইনকানুন৷ সেগুলিও জেনেশুনে নিয়েছেন তিনি৷ বিগত পাঁচ বছর বসবাস তাঁর লস এঞ্জেলেস শহরে৷

অফিস তো আছেই, বিবাহিতা ছুটিকে সেসবের পাশপাশি ঘরের বাজারহাট থেকে রান্নাবান্না সব কাজ নিজেকেই সামলাতে হয়৷ তারপরেও সময় বের করে ফেলে সারাক্ষণই নানকিছু নিয়ে পড়াশোনা করে চলেন এই মেয়ে৷ ক'দিন আগেই শেষ হয়েছে কম্পিউটার নিয়ে কিছু পড়া, তার আগে ফোটোগ্রাফি, এখন চলছে মার্কিন অর্থনীতি নিয়ে কয়েকটা ক্লাস করা৷ এরপর ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা৷ ছুটির স্বপ্ন একদিন না একদিন তিনি একজন ব্যস্ত সিনেমাটোগ্রাফার হবেন৷ তার জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে চলেছেন তিনি৷ বলছেন, ‘দশ বছর আগে যেটা করব বলে ভেবেছিলাম, দশ বছর পরে হলেও সেই স্বপ্নটাকে সফল করেছি৷'

এখন নতুন স্বপ্নের জাল বুনতে তাই তৈরি ছুটি মিশ্র৷ নামটা ছুটি হলেও, কাজের বেলায় ছুটির দিকে ঝোঁক খুব কম৷ তাই, ‘আপনার শখ কী?' এ প্রশ্নের জবাবে, ছুটি টুক করে বলে দেন, ‘আমার শখ? উমম্.. আমার শখ, পাখি হওয়া৷'

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য