1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষের চুল সাদা হয়ে যাওয়ার রহস্য উদ্ভাবন

৪ মে ২০০৯

মানব দেহের কোন রাসায়নিক পদার্থের কারণে চুলের রং সাদা হয়ে যায় তা আবিষ্কার করেছেন জার্মানির গবেষকরা৷

https://p.dw.com/p/HjVA
ছবি: picture-alliance/ dpa

তাঁরা বলছেন, সাদা চুল নিয়ে আর কোন সমস্যা নেই৷ আপনার চুল সাদা হয়ে গেলে বলুন, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন তা নয় বরং জৈব প্রক্রিয়ায় প্রাকৃতিক হাউড্রোজেন পার-অক্সাইড দিয়ে আপনি চুলের রং সাদা করেছেন৷

এই গবেষণার ফলাফল ‘ফেডারেশন অব আমেরিকান সোসাইটিস ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি' এর গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে৷ জার্মানির মাইনস বিশ্ববিদ্যালয়ের জৈবপদার্থ ইন্সটিটিউটের অধ্যাপক ড. হাইন্স ডেক্যার বলেছেন, এখন আমরা চুল সাদা হয়ে যাওয়ার প্রক্রিয়ার সুনির্দিষ্ট আণবিক কাঠামো সম্পর্কে জানতে পেরেছি৷ এই পুরো প্রক্রিয়াটির জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন পার-অক্সাইড নামক যৌগ যাকে আমরা ব্লিচিং বা ধূসরকারী পদার্থ বলে জানি৷ তিনি বলেন, বয়স বাড়ার সাথে সাথে চুলের গোড়ায় হাইড্রোজেন পার-অক্সাইড আরো বেশি পরিমাণে উৎপন্ন হতে থাকে এবং তা পরিণামে মেলানিন নামক রঞ্জক পদার্থের সংশ্লেষণ বাধাগ্রস্ত করে৷

বিজ্ঞানীদের এটা আগে থেকেই জানা, যে বিপাক ক্রিয়ার উপ-জাত হিসেবে হাইড্রোজেন পার-অক্সাইড উৎপন্ন হয়৷ এটা সারা শরীর জুড়ে বেশ সামান্য পরিমাণে তৈরি হয় এবং অপর জৈবরস বা এনজাইম এটাকে ভেঙ্গে পানি এবং অক্সিজেনে পরিণত করে৷ মানুষের বয়স বাড়ার সাথে সাথে দেহে এনজাইম বা জৈবরসের পরিমাণ কমে যায় এবং হাইড্রোজেন পার-অক্সাইডের মাত্রা বাড়তে থাকে৷

ড. ডেক্যার লক্ষ্য করেছেন, যে হাইড্রোজেন পার-অক্সাইড দেহের জৈবিক প্রক্রিয়াকে পরিবর্তন করে মেলানিনের উৎপাদন ব্যাহত করে৷ একইসাথে এটা ধ্বংসপ্রাপ্ত প্রোটিনের ক্ষতিপূরণে প্রয়োজনীয় জৈবরস নির্গমনেও বাধা সৃষ্টি করে৷ এর ফলে জৈব প্রক্রিয়ায় এমন কিছু ঘটনা ঘটে যা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সর্বত্র রঞ্জন পদার্থের মাত্রা কমাতে থাকে৷

ড. ডেক্যার মনে করেন, এই গবেষণার ফলে শীঘ্রই অল্প বয়সে কিংবা চর্ম রসের বিকৃতি উভয় কারণে চুল সাদা হয়ে যাওয়ার চিকিৎসা আবিষ্কার করা সহজতর হবে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক