1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদক লড়াই নিয়ে বড়াই বন্ধ পলিসির রিপোর্টে

২ জুন ২০১১

ব্যর্থ হল বিশ্বজনীন মাদক বিরোধী লড়াই৷ লড়াই চলছে বটে, তবে মাদক পাচার আর ব্যবহার দুটোর কোনটাকেই রোখা যাচ্ছে না৷ যত বড়াই করা হয়েছে, সে অনুপাতে কাজ হয়নি কিছুই৷ বলছে সাম্প্রতিকতম রিপোর্ট৷

https://p.dw.com/p/11T2K
মাদকের বেতাজ বাদশা কোক বা কোকেনছবি: Fotolia/NatUlrich

‘গ্লোবাল কমিশন অন ড্রাগ পলিসি'৷ বিশ্বের তাবড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রাক্তন রাষ্ট্রনায়ক, জাতিসংঘের প্রাক্তন মহাপরিচালক এঁরা সকলে মিলে খুব ঢাকঢোল পিটিয়ে এই তথাকথিত পলিসির যাত্রা শুরু করেন বছর কয়েক আগে৷ কিন্তু মেক্সিকো, ব্রাজিলের মত মাদক জর্জরিত দেশগুলির প্রাক্তন রাষ্ট্রনায়কদের তথাকথিত পলিসি স্বত্ত্বেও, পুরো প্রকল্পটি পড়েছে মুখ থুবড়ে৷ মাদক তার জায়গাতেই রয়ে গেছে৷ সমস্যা কিছুই কমেনি৷ বোঝাই গেছে, মাদক বিরোধী লড়াইতে রাষ্ট্রের দায়িত্ব যে বেশ কম মাত্রায় পালিত হয়েছে, তাতে সন্দেহ নেই৷

এখানেই শেষ নয়৷ এই প্যানেল গত বেশ কয়েকবছর ধরে মাদক মাফিয়াদের সম্পর্কে যেসব খবর দিয়েছে, বা তাদের নিয়ন্ত্রণের জন্য যা পরামর্শ দিয়েছে, সেসবকে স্রেফ ‘বকওয়াস' বলে উড়িয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আর মেক্সিকো৷ অতএব এটা বুঝতে কোথাও কোন সমস্যা নেই যে, পুরো বিষয়টি নেহায়েতই কোন কম্মে আসেনি৷

Mexiko Drogen Marijuana Flash-Galerie
মেক্সিকোয় ধরা পড়া বেআইনী মারিহুয়ানা৷ কড়া নিরাপত্তায় তার পাহারা চলছে বন্দরে৷ছবি: AP

তবে অন্যদিকও আছে এই খবরের৷ সেটা হল, কোন যুক্তিতে অ্যামেরিকা আর মেক্সিকো এই রিপোর্টকে উড়িয়ে দিল ? তাহলে বলতেই হয়, তার কারণটাও৷ রিপোর্টে, ব্রাজিল আর মেক্সিকোর দুই প্রাক্তন প্রেসিডেন্ট, জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান, ল্যাটিন আমেরিকার নামজাদা বেশ কিছু বুদ্ধিজীবি - এঁরা সকলেই একজোটে বলেছেন, মাদক নিয়ন্ত্রণে ঐ দুটি দেশের সরকারের উদ্যোগ যথেষ্ট নয়৷

এটাই চটিয়েছে মাদক মাফিয়াদের দুই স্বর্গরাজ্যের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আর মেক্সিকো'র সরকারকে৷ ফলে তারা যে এই রিপোর্টের সমালোচনা বের করতে, তার দুর্বলতা নিয়ে পড়বে -তাতে কোথাও সন্দেহ আছে কী ?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ