1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অদম্য বায়ার্ন মিউনিখ

২৮ নভেম্বর ২০১৩

বায়ার্ন মিউনিখ এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ে যেরকম অবলীলাক্রমে একটির পর একটি খেলা জিতছে, তা'তে অতীতের কিংবদন্তিপ্রতীম বায়ার্ন গোলরক্ষক অলিভার কান বলেছেন, ‘‘ওরা আর কোনোদিন হারবে বলে মনে হচ্ছে না৷''

https://p.dw.com/p/1APrP
ছবি: picture-alliance/AP

বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে এখন বায়ার্ন৷ গত ১৪ মাসে তারা বুন্ডেসলিগার কোনো ম্যাচে হারেনি৷ বলতে কি, এ'মরশুমে যে তিনটি প্রতিযোগিতায় বায়ার্ন সক্রিয়, তার কোনোটাতেই এ'পর্যন্ত হারেনি তারা৷ ইউরোপীয় পর্যায়ে তারা তাদের শেষ ১০টি খেলা জিতেছে৷ যে কারণে স্বয়ং বায়ার্ন কোচ পেপ গুয়ার্দিওলা'কে বলতে শোনা গেছে, ‘‘আমি ওদের সম্পর্কে অত্যন্ত গর্বিত৷''

গর্বিত হবার কারণ যে আছে, বায়ার্ন সেটা মস্কোর বরফ-জমা শীতেই প্রমাণ করে দিয়েছে৷ বুধবার সিএসকেএ মস্কো'কে ৩-১ গোলে হারাতে বায়ার্নকে কোনো বেগই পেতে হয়নি৷ অথচ গুয়ার্দিওলা উইঙ্গার ফ্রঙ্ক রিবেরি এবং স্ট্রাইকার মারিও মাঞ্জুকিচ সহ আধ-ডজন প্লেয়ারকে সঙ্গেই নিয়ে যেতে পারেননি - চোটের কারণে৷ তার ওপর আবার মস্কোর প্রচণ্ড ঠাণ্ডা ও বরফ৷

সব সত্ত্বেও বায়ার্নের প্লেয়াররাই যেন ঐ বরফ-জমা, পিছল মাঠে রুশিদের চেয়ে বেশি অভ্যস্ত বলে মনে হচ্ছিল! খেলাটা ছিল পুরোটা সময় তাদের নিয়ন্ত্রণে - ৬৩ শতাংশ সময় বলটা ছিল তাদের পায়ে৷ মস্কোভাইটদের প্রথম ধাক্কাটা সামলে বায়ার্ন দল খেলায় তাদের প্রথম সুযোগ থেকেই প্রথম গোলটি করে - আরিয়েন রবেন'এর কল্যাণে৷ দ্বিতীয়ার্ধে মারিও গোয়েট্ৎসে গোটা রাশিয়ান ডিফেন্সের পাশ কাটিয়ে তাঁর অনবদ্য গোলটি করেন৷

Champions League ZSKA Moskau FC Bayern München
সিএসকেএ মস্কো'কে ৩-১ গোলে হারাতে বায়ার্নকে কোনো বেগই পেতে হয়নিছবি: Getty Images

লেভারকুজেনের ভরাডুবি

জার্মান ফুটবল বলতে তো শুধু বায়ার্ন কিংবা ডর্টমুন্ড নয়৷ বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে - কিংবা পায়ে! - বায়ার লেভারকুজেনের ৫-০ গোলে হারই তার প্রমাণ৷ ওয়েন রুনি'র চমৎকার সব পাস এবং রায়ান গিগ্স'এর সুনিপুণ পরিচালনায় ম্যান ইউ'এর আন্তোনিও ভ্যালেন্সিয়া, জনি ইভান্স, ক্রিস স্মলিং এবং নানি, সকলেই স্কোর করেন৷ পঞ্চম গোলটি লেভারকুজেনের এমির স্পাহিচ'এর নিজস্ব অবদান৷

বুধবার রেয়াল মাদ্রিদ এবং প্যারি সাঁ-জার্মাঁ'ও গোলের ফুলঝুরি ঝরিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়৷ এর আগেই কোয়ালিফাই করেছে বায়ার্ন, ম্যানচেস্টার সিটি, চেলসি, আটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা - কাজেই নক-আউট স্টেজের অর্ধেক দল ইতিমধ্যেই প্রস্তুত৷

এসি / জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য