1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মর্দ করিছে কর্ম, ইহাই সনাতন ধর্ম’

৩ ফেব্রুয়ারি ২০১১

কিন্ডারগার্টেন বা প্রাথমিক স্কুলে সাধারণত নারীদেরই বেশি দেখা যায়৷ কিন্তু এবার জার্মানিসহ ইউরোপের দেশগুলোয় পুরুষ শিক্ষক নিয়োগের প্রবণতা বাড়ছে৷

https://p.dw.com/p/109is
এবার পুরুষদেরও দেখা যাবে কিন্ডারগার্টেনের শিক্ষক হিসেবেছবি: Bilderbox

কিন্তু ‘মাগী'গনও চিরাচরিত ধর্মাচারণ করিতেছে, তাহাতে ব্যত্যয় প্রকাশিত হইলে জগতমাতা বিচলিত হইবেন৷ জগদীশ্বর কম্পিত হইবেন৷ ‘মাগী'র পদপাদে মাগ লুণ্ঠিত হইলে ভাটপাড়ার ভটচাযকুল বক্র করিয়া কহিবে, ‘মর্দ করিছে কর্ম, ইহাই তাহার সনাতন ধর্ম'৷

আলালের ঘরের দুলাল-খ্যাত টেকচাঁদ ঠাকুর বা প্যারীচাঁদ মিত্রের মধ্যমপুত্র টেকচাঁদ ঠাকুর জুনিয়র (চুনিলাল মিত্র) বিরচিত কলিকাতার নুকোচুরি বই থেকে এই উদ্ধৃতি৷ কেন? – কারণ আছে বৈকি৷

Vater mit Kinderwagen
বাবারা আজকালঅনেক দায়িত্বই পালন করছেনছবি: Bilderbox

জার্মানিসহ ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোয় অধিক সংখ্যায় মর্দ তথা পুরুষ শিক্ষক নিয়োগ করছে কিন্ডারগার্টেনে, প্রাথমিক স্কুলে৷ যা অভাবনীয়৷ এক সময় আমাদের দেশে টোল, পাঠশালায় যারা পড়াতেন, পণ্ডিত হিসেবে খ্যাত৷ মক্তবের শিক্ষক মৌলবী৷ নারীবর্জিত টোল, পাঠশালা, মক্তবে পুরুষই ছিল একমাত্র শিক্ষক৷ প্রায় ২০০ বছর আগে একই চিত্র ইউরোপেও৷

দিনকালের রদবদল৷ জার্মানির কিন্ডারগার্টেন, প্রাথমিক স্কুলে শতকরা তিন ভাগের কম পুরুষ শিক্ষক৷ এই বিরাট বৈষম্যের হেতু, সাধারণের ধারণা, যে কিন্ডারগার্টেনে পুরুষশিক্ষক শিশুর মনমানসিকতা সঠিক ধরতে অপারগ৷ শিক্ষিকাই যথাযথ বুঝতে সক্ষম৷ কেননা তারা মা-জাতি৷ বৈজ্ঞানিক পরীক্ষায় এই তথ্য ভুল প্রমাণিত৷ পুরুষও পিতৃ মায়া-স্নেহ-মমতা-ভলোবাসায় উদ্বেল, কাঙালি৷ শিশুর মনস্তত্বে তারাও শিশুতোষ৷ শিশুর পঠনপাঠনে তারাও মায়ের চেয়ে কম পারঙ্গম নয়৷ বরং অনেক ক্ষেত্রে বেশি৷ ইউরোপিয় ইউনিয়নের ইউরোপিয়ান সোশাল ফান্ড ১৩ বিলিয়ন ইউরো ধার্য করেছে ইউরোপের ২৭ দেশে কিন্ডারগার্টেন ও প্রাথমিক স্কুলে পুরুষ শিক্ষক নিয়োগ করবে৷ তার জন্যে উপযুক্ত ব্যবস্থাও গৃহীত৷ প্রশিক্ষণ থেকে শুরু করে শিশুর মনমানসিকতার উৎস জানা৷

বার্লিনের একটি প্রাথমিক স্কুলে জার্মান ও ইংরেজি শিক্ষার মাধ্যম৷ এই স্কুলে ২১জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ১৭জনই শিক্ষক৷ বাকি চারজন শিক্ষিকা৷ এতে শিক্ষিকাকুল ঈর্ষান্বিত৷ কিন্তু ছাত্রছাত্রী নয়৷ বরং খুশি, সুখী, আনন্দিত৷ একথা দুজন শিক্ষিকাও স্বীকার করেছেন৷ বলছেন,মর্দ করিছে কর্ম সনাতন ধর্ম৷

প্রতিবেদন: দাউদ হায়দার, বার্লিন
সম্পাদনা: সঞ্জীব বর্মন