1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মরিনিয়োকে আবারো হতাশ?

২২ এপ্রিল ২০১৪

এই মাদ্রিদ রেয়াল মাদ্রিদ নয়, অ্যাটলেটিকো মাদ্রিদ৷ গত মরসুমে স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে তাদের কাছে হেরেছিল জোসে মরিনিয়োর দায়িত্বে থাকা রেয়াল মাদ্রিদ৷ তবে শুধু হারের কারণে নয়, ম্যাচটার গুরুত্ব অন্য জায়গায়৷

https://p.dw.com/p/1Bli5
Champions League Halbfinale Real Madrid FC Bayern München Mourinho
ছবি: AP

সেই ম্যাচে রেফারির সঙ্গে খারাপ আচরণের জন্য ৭৭ মিনিটের মাথায় লাল কার্ড পেতে হয়েছিল মরিনিয়োকে৷ এছাড়া তিন বছর রেয়ালের দায়িত্বে থাকা অবস্থায় অ্যাটলেটিকোর কাছে ঐ একবারই হেরেছিলেন মরিনিয়ো৷

সেই মরিনিয়ো আবার অ্যাটলেটিকোর মুখোমুখি৷ এবার যুদ্ধক্ষেত্র চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল৷ আর মরিনিয়োর দায়িত্বে থাকা দলটির নাম চেলসি৷ মঙ্গলবার এই দুদল মুখোমুখি হবে অ্যাটলেটিকোর মাঠে৷

Fussball Atlético Madrid Diego Ribas
লা লিগার শিরোপা জেতার সম্ভাবনা জাগিয়ে তুলেছে অ্যাটলেটিকোছবি: picture alliance/AP Photo

চলতি মরসুমে এখন পর্যন্ত দারুণ পারফরম্যান্স দেখিয়েছে অ্যাটলেটিকো৷ ফলে গত ১৮ বছরের মধ্যে এই প্রথম স্প্যানিশ লা লিগার শিরোপা জেতার সম্ভাবনা জাগিয়ে তুলেছে তারা৷ সে পথে গত শনিবার এলচি-কে হারিয়েছে অ্যাটলেটিকো৷

মাদ্রিদের দলটির যখন এমন রমরমা অবস্থা, চেলসির ঠিক উল্টো৷ শনিবার নিজেদের মাঠে রেলিগেশন হুমকির মুখে থাকা দল সান্ডারল্যান্ডের কাছে হেরে লিগ শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকেই পড়েছে তারা৷ এই অবস্থায় অ্যাটলেটিকোর কাছ থেকে কী আবারও হতাশা নিয়েই ফিরতে হবে চেলসি কোচ মরিনিয়োকে?

উত্তর জানা যাবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিন গড়িয়ে রাত পৌনে একটায় খেলা শুরু হলে৷ চেলসির বাধা পেরোতে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে অ্যাটলেটিকো৷

খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে

অ্যাটলেটিকো আর চেলসির একটা ক্ষেত্রে অনেক মিল৷ দু'দলেরই ডিফেন্স খুব শক্তিশালী৷ তাই দর্শকরা যেন ম্যাচে অনেকগুলো গোলের প্রত্যাশা না করেন সে ব্যাপারে আগেভাগেই সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন অ্যাটলেটিকোর অধিনায়ক গাবি৷ তবে দর্শকরা একটা দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার আশা করতে পারেন বলেও জানিয়েছেন তিনি৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য