1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মনে অভিমান চেপে ফরীদির চির চলে যাওয়া’

১৪ ফেব্রুয়ারি ২০১২

টিভির পর্দায় সাজানো নাটক নয়, সত্যিই চিরতরে চলে গেছেন বাংলাদেশের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি৷ সোমবার সকাল ১০টার দিকে ধানমন্ডির বাসায় মারা গেছেন খ্যাতিমান এই অভিনয় শিল্পী৷

https://p.dw.com/p/142uv
Ein Szene aus dem Film 'Aha' von Enamul Karim Nirjhar, Berühmter Regisseur ausBangladesch Datum: 17.11.2007 Eigentumsrecht: www.ahathefilm,com, (Besitzer Enamul Karim Nirjhar, Regisseur) Dhaka, Bangladesch
পরিচালক এনামুল করিম নির্ঝর এর ছবি ‘আহা’তে একটি দৃশ্যে হুমায়ুন ফরীদিছবি: Enamul Karim Nirjhar

হুমায়ুন ফরীদি৷ খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পবোদ্ধা ও বুদ্ধিজীবী, সকল শ্রেণির লোকের কাছে যিনি এক নামেই পরিচিত বাংলাদেশে৷ মঞ্চনাটক, টিভি নাটক ও সিনেমার রূপালি পর্দা, যেখানেই তিনি অভিনয় করেছেন সোনা ফলেছে রাশি রাশি৷ অসাধারণ মানুষটির এই হঠাৎ চলে যাওয়ায় যেনো দেখা দিয়েছে অফুরান শূন্যতা৷

চিত্র পরিচাললক শহিদুল ইসলাম খোকনের মতোই বেদনায় ম্লান ফরীদির বন্ধু, স্বজন ও ভক্তরা৷

হুমায়ুন ফরীদির দীর্ঘ দিনের বন্ধু এবং নাট্য আন্দোলনের সহযোদ্ধা আফজাল হোসেন৷ তিনি বলছেন, ফরীদি যে বিরাট মাপের অভিনেতা ছিলেন, তার সেই অভিনয় প্রতিভার পুরোটা প্রকাশের সুযোগ করে দিতে পারে নি বাংলাদেশ৷

দিনের পর দিন রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়েছেন ফরীদি ও আফজাল৷ সেখান থেকেই বোঝা গেছে, অভিনয়ের প্রতি ছিলো ফরীদির দুরন্ত নেশা৷ শুধু অভিনয় নিয়েই তিনি কাটাতে চেয়েছিলেন পুরোটা জীবন৷

মঞ্চনাটক, টিভিনাটকের পাশাপাশি ফরীদি যোগ দিলেন সিনেমায়৷ একের পর এক তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা৷ খল-নায়কের চরিত্র থেকে শুরু করে একরোখা সৎ মানুষের চরিত্র যে কোনো ভূমিকাতেই ফরীদি ছিলেন অতুলনীয়৷

গুণী এই শিল্পীর চলে যাওয়াটাকে আফজাল হোসেন বলছেন, ফরীদির এই চলে যাবার পেছনে আছে গোপন অভিমান৷

১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরীদি৷ পড়ালেখা করেন অর্থনীতি বিষয়ে৷ কিন্তু অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা থেকেই তিনি শুরু করেন মঞ্চনাটক৷ প্রায় তিন দশকের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়৷

তাঁর অভিনীত ছায়াছবির মধ্যে আছে, হুলিয়া, দহন, সন্ত্রাস, ব্যাচেলর, শ্যামল ছায়া, জয়যাত্রা, আহা ইত্যাদি এবং টিভি নাটকের মধ্যে রয়েছে সংশপ্তক, ভাঙনের শব্দ শুনি, ভবের হাট প্রভৃতি৷

ফরীদির বন্ধুরা বলছেন, জীবনে কী পেয়েছেন কী পান নি, সে হিসেব মেলানোর আর কোনো সুযোগ কাউকে দিতে চান নি তিনি৷ তাই বুক ভরা অভিমান নিয়ে না ফেরার দেশে তাঁর এই একাকী চলে যাওয়া৷

প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য