1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্যে বন্দি বিনিময়ের ব্যাপারে নতুন প্রস্তাব

২৩ ডিসেম্বর ২০০৯

এক জার্মান মধ্যস্থ বুধবার উগ্রপন্থী হামাস গোষ্ঠীর নেতাদের কাছে মধ্যপ্রাচ্যে বন্দি বিনিময়ের ব্যাপারে ইসরায়েলের একটি নতুন প্রস্তাব হস্তান্তর করেছেন৷

https://p.dw.com/p/LCUo
ফাইল ফটোছবি: AP GraphicsBank

হামাস নেতা মাহমুদ আল-সাহার বুধবার ইসরায়েলি বেতারে বলেন, তাঁর সংগঠনটির কিছু সময় প্রয়োজন প্রস্তাবটি নিয়ে আলাপ আলোচনা করার জন্য৷ এর আগে জার্মান মধ্যস্থ হামাস প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য গাজা ভূ-খন্ডে পৌঁছান৷

মিডিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েল বন্দি বিনিময়ের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে৷ সে অনুযায়ী, পশ্চিম জর্ডানের ১২০ জন বন্দিকে প্রত্যর্পন করা হবে গাজা এলাকায় বা অন্য কোন তৃতীয় রাষ্ট্রে৷ তবে এ ব্যাপারে হামাসের আপত্তি রয়েছে৷ সাড়ে তিন বছর আগে গাজায় অপহৃত ইসরায়েলি সৈন্য গিলাদ শালিত এর মুক্তির বিনিময়ে হামাস ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে প্রায় এক হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার জন্য৷ ২৩ বছর বয়সি গিলাতকে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা অপহরণ করে দুই হাজার ছয় সালে৷

আল- সাহার বলেন, গাজা এবং দামেস্কে হামাস নেতৃত্ব আলাপ আলোচনার পর আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলের প্রস্তাবটির জবাব দেবে৷ সাহার নিজেও আলোচনায় যোগ দেবেন৷ তিনি বলেন, জার্মান মধ্যস্থ বড়দিনের উৎসব উপলক্ষ্যে জার্মানি থাকবেন৷ তারপর তিনি যখন ঐ অঞ্চলে ফিরে আসবেন তখন ইসরায়েলি প্রস্তাবটি সম্পর্কে হামাস এর উত্তরটি প্রস্তুত থাকবে বলে সাহার জানান৷

ইসরায়েলি পত্রিকা ইয়েডিওট আচরোনট বুধবার জানায় জার্মান মধ্যস্থ ইয়রায়েল ও হামাসকে তিন সপ্তাহ সময় দিয়েছে প্রস্তাবের ব্যাপারে একমত হতে৷

জার্মানি গত ছয় মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময়ের ব্যাপারে মধ্যস্থতা করছে৷ উল্লেখ্য যে, দেশটি দুবার সফল হয়েছে ইসরায়েল ও লেবাননী হিজবোল্লাহ গোষ্ঠীর মাঝে বন্দি বিনিময়ের ব্যাপারে৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক