1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোলায় যাত্রীবাহী লঞ্চ ডুবি

২৮ নভেম্বর ২০০৯

ঢাকা থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা ভোলার লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চ ডুবিতে ৩৫ জনের প্রানহানির খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন৷

https://p.dw.com/p/Kk6L
ডুবে যাওয়া লঞ্চ এম ভি কোকো-৪ছবি: AP

তবে ভোলার স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, উদ্ধার করা লাশের সংখ্যা ৩৬টি৷ এখনও নিখোঁজ রয়েছে শতাধিক যাত্রী৷ এরা সবাই ঈদ-উল-আজহা উদযাপরেন জন্য বাড়ি ফিরছিলো৷ জোয়ারের কারনে শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি৷ উদ্ধারকারী জাহাজ হামজা বরিশাল থেকে ঘটনাস্ট'লে গিয়ে পৌঁছতে পারেনি৷

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এম ভি কোকো-৪ নামের ওই লঞ্চটি দেড় সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে শুক্রবার সকালে ছেড়ে যায়৷ রাত ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর নামক স্থানে তেতুলিয়ার নদীতে একটি ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়৷ চালক দ্রুত লঞ্চটিকে তীরে ভেড়ানোর চেষ্টা করেন৷ ততক্ষনে লঞ্চের মধ্যে পানি ঢুকে পড়লে সেটি একদিকে হেলে পড়ে৷ নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে তেতুলিয়ার নদীর তীর ভারি হয়ে উঠেছে৷ অনেকে স্বজনকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷

লঞ্চ থেকে বেঁচে আসা যাত্রীরা জানিয়েছেন, কেবিনের মধ্যে এখনও আটকে আছে বহু যাত্রী৷ তারা কেবিনের বাইরে অবস্থান করায় সাঁতরে তীরে উঠতে পেরেছেন৷ ভোলার সহকারী কমিশনার নুরুউদ্দিন আল ফারুক শনিবার টেলিফোনে ডয়চে ভেলেকে জানিয়েছেন, উদ্ধার করা লাশের মধ্যে অধিকাংশই নারী ও শিশু৷ উদ্ধার অভিযান চলছে৷

বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা পালিত হয়েছে৷ গতকাল ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে৷ রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সদস্যসহ সর্বস্তরের মানুষ জাতীয় ঈদগায়ে ঈদের নামাজ আদায় করেন৷ এসময় ভেদাভেদ ভুলে সবাই এক সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন৷

প্রতিবেদক: সমীর কুমার দে, ঢাকা, সম্পাদনা: রিয়াজুল ইসলাম