1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট কারচুপি প্রতিরোধের আহ্বান

হারুন উর রশীদ স্বপন২৫ ডিসেম্বর ২০০৮

ভোট কারচুপি ও নির্বাচনের ফলাফলে জালিয়াতি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা ও খালেদা জিয়া৷ তারা দু'জনই ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ফলাফল ঘোষণা না করা পর্যন্ত নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অবস্থান করতে বলেছেন৷

https://p.dw.com/p/GN3T
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার অভিযোগ করেন, অতীতে ভোট কারচুপি করে চারদলীয় জোট ক্ষমতায় গেছে৷ছবি: Mustafiz Mamun

অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেছেন যে, বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী হয়রানি করছে৷

Wahlkampagne in Bangladesch
বিএনপি চেয়ারপার্সন ও চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়া বলেছেন, বিএনপির পক্ষে এবারও গণজোয়ার সৃষ্টি হয়েছে৷ছবি: Mustafiz Mamun

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকার লালবাগসহ পুরনো ঢাকার কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন৷ তিনি অভিযোগ করেন, অতীতে ভোট কারচুপি করে চারদলীয় জোট ক্ষমতায় গেছে৷ এবারও তার আশংকা রয়েছে৷ তাই ভোট যাতে কেউ কারচুপি করতে না পারে সে জন্য সবাইকে সজাক থাকার আহবান জানান তিনি৷ তিনি বলেন, যারা ভোট কারচুপির চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে৷ শেখ হাসিনা বলেন, মহাজোট ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জন্য শিক্ষা সহজলভ্য করা হবে৷

অন্যদিকে জামালপুরে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারপার্সন ও চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়া বলেছেন, বিএনপির পক্ষে এবারও গণজোয়ার সৃষ্টি হয়েছে৷ তবে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সে জন্য একটি মহল ষড়যন্ত্র করছে৷ খালেদা জিয়া বলেন, নির্বাচনে ভোট গ্রহণ থেকে ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত সতর্ক থাকতে হবে৷ তিনি দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান৷
এদিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের দেশের বিভিন্ন এলাকায় হয়রানি করছে৷ তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই হয়রানি বন্ধ করার আহবান জানান৷