1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাকাশ যাত্রা

১৩ ফেব্রুয়ারি ২০১২

সোমবার সকালে দক্ষিণ অ্যামেরিকার ফ্রেঞ্চ গিয়ানা’র কুরু মহাকাশ কেন্দ্র থেকে সফল যাত্রা শুরু করলো ইউরোপীয় মহাকাশ সংস্থার নতুন রকেট ‘ভেগা’৷ ইউরোপের ৭টি দেশ প্রায় ৭৯ কোটি ইউরো ব্যয় করে এই রকেট সৃষ্টি করেছে৷

https://p.dw.com/p/142dZ
ছবি: ESA/S.Corvaja

মহাকাশে স্যাটেলাইট পাঠাতে এতকাল মার্কিন ‘স্পেস শাটল' বা মহাকাশফেরি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে৷ কিন্তু শাটল কর্মসূচির সমাপ্তির পর এই দায়িত্ব পালন করতে হচ্ছে সাধারণ রকেট'কে৷ রকেটের কাজ পৃথিবী থেকে এক বা একাধিক স্যাটেলাইট'কে মহাকাশে নিয়ে গিয়ে নির্দিষ্ট কক্ষপথে ছেড়ে দেওয়া৷ সোমবার সেই রকেট পরিবারে যোগ হলো ‘ভেগা'৷ ইউরোপের ৭টি দেশ প্রায় ৭৯ কোটি ইউরো ব্যয় করে এই রকেট সৃষ্টি করেছে৷ সব মিলিয়ে প্রায় ১,০০০ মানুষ ও ৪০টি সংস্থা এই প্রকল্পে সক্রিয়৷ ‘ভেগা'র নির্মাণের কাজ প্রায় পুরোটাই ইটালিতেই সম্পন্ন হয়েছে৷ মূলত ছোট আকারের গবেষণামূলক বা পর্যবেক্ষক স্যাটেলাইট'এর জন্যই এই রকেট উপযুক্ত, বলছেন বিশেষজ্ঞরা৷

AZUR SPACE Solar Power
ছবি: EADS ASTRIUM

ইউরোপীয় মহাকাশ সংস্থা ‘ইএসএ' এতকাল দক্ষিণ অ্যামেরিকার ফ্রেঞ্চ গিয়ানা'র কুরু মহাকাশ কেন্দ্র থেকে বিশাল আকারের ‘আরিয়ান ৫' রকেট উৎক্ষেপণ করে এসেছে৷ প্রায় ৫০ মিটার লম্বা ‘আরিয়ান ৫' রকেট সহজেই নজর কাড়ে৷ রাশিয়ার ‘সোইয়ুজ' রকেট মাঝারি মাপের৷ ‘ইএসএ' রাশিয়ার কাছ থেকে এই রকেট কিনে নিজের প্রয়োজনে কাজে লাগাচ্ছে৷ নতুন এই ‘ভেগা' রকেটের আকার আরও ছোট, কিন্তু প্রথম পরীক্ষামূলক যাত্রায় সে মোট ৯টি স্যাটেলাইট কাঁধে নিয়ে রওয়ানা হয়েছে৷ এর মধ্যে দু'টি ইটালির, বাকি ৭টি ‘পিকো' স্যাটেলাইটের মালিক ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়৷ স্যাটেলাইটগুলি কক্ষপথেও পৌঁছে গেছে৷ ৩০০ থেকে আড়াই হাজার কিলোগ্রাম ওজন বহন করার ক্ষমতা রাখে এই রকেট৷ এর নিজস্ব উচ্চতা ৩০ মিটার, ওজন ১৩৭ টন৷

১৯৯৬ সালের জুন মাস থেকে নতুন কোনো রকেট পরীক্ষা করা হয় নি৷ সেবছর পরীক্ষামূলক উৎক্ষেপণের ৪০ সেকেন্ড পরেই ‘আরিয়ান ৫' রকেটটি ধ্বংস হয়ে যায়৷ সফটওয়্যার'এ ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে জানা যায়৷ সোমবারের সাফল্য সেই ব্যর্থতা ঢেকে দিয়েছে৷ ইএসএ'র প্রধান জঁ জাক দরদ্যাঁ বলেন, ‘‘এখন আর এমন কোনো ইউরোপীয় স্যাটেলাইট রইলো না, যা আমরা নিজেরাই মহাকাশে পাঠাতে পারি না৷ এটা ইএসএ ও ইটালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন৷'' উল্লেখ্য, এবার ‘আরিয়ানস্পেস' সংস্থা ‘ভেগা'র বাণিজ্যিক ব্যবহার শুরু করতে পারবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য