1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাইলেই কি ভালো যায়?

৩ আগস্ট ২০১৪

কাউকে ভুলে যাওয়া কি সহজ? ভালো হোক বা মন্দ - পরিচিত কাউকে ভুলে যাওয়া বোধহয় সহজ নয়৷ গুগলের ক্ষেত্রেও ব্যাপারটা তেমন৷ ইউরোপের এক আইনের কারণে ভুলে যাওয়ার অনেক অনুরোধ পেয়েছে প্রতিষ্ঠানটি৷ কিন্তু সব মানা যাচ্ছে না৷

https://p.dw.com/p/1CnrJ
Google
ছবি: picture-alliance/dpa

বিশ্বের সবচেয়ে বড় সার্চ সেবাদাতা গুগল জানিয়েছে, জুলাই ১৮ অবধি ‘রাইট টু বি ফরগটেন' নীতির আওতায় ৯১ হাজার অনুরোধ পেয়েছে প্রতিষ্ঠানটি৷ এসব অনুরোধের মাধ্যমে মোট ৩২৮,০০০ লিংক মুছে ফেলতে বলা হয়েছে৷

ভুলে যাওয়ার সবচেয়ে বেশি অনুরোধ গুগল পেয়েছে ফ্রান্স এবং জার্মানি থেকে৷ দেশ দু'টি থেকে যথাক্রমে ১৭,৫০০ এং ১৬,৫০০ অনুরোধ করা হয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা কমিটির কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন গুগলের বৈশ্বিক গোপনীয়তা সুরক্ষা বিষয়ক কর্মকর্তা পেটার ফ্লাইশার৷

এছাড়া ব্রিটেন থেকে ১২,০০০, স্পেন থেকে ৮,০০০ এবং ইটালি থেকে ৭,৫০০ এরকম অনুরোধ এসেছে৷ গুগল জানিয়েছে, অনুরোধে পাওয়া লিংকগুলোর মধ্যে ৫৩ শতাংশ ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে৷
তবে অনেক লিংক সঠিক নয় কিংবা এক ব্যক্তি একই নামের আরেকজনের লিংক মোছার অনুরোধও জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছে গুগল৷ তাছাড়া অনেকে এমন সব তথ্য মুছে ফেলতে বলছেন যা ইইউ'র উল্লেখিত আইনি কাঠামোর মধ্যে সম্ভব নয় বলেও জানিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি৷

উল্লেখ্য, গুগলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক খুব একটা মধুর নয়৷ এমনকি জার্মান আদালতের রায়ও একাধিকবার হতাশ করেছে প্রতিষ্ঠানটিকে৷ জার্মানির সাবেক ফার্স্ট লেডি বেটিনা ভুল্ফের নামের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যৌনকর্মীসহ বিভিন্ন আপত্তিকর শব্দ ‘অটোকমপ্লিট' সার্চ সাজেশন হিসেবে প্রকাশ করেছিল গুগল৷ পরে অবশ্য বেটিনার মামলার প্রেক্ষিতে তা মুছে ফেলে প্রতিষ্ঠানটি৷

এআই / জেডএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য