1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিডিও ব্লগিং যেভাবে মিডিয়াকে বদলে দিচ্ছে

ডোমেনিক সেন্ট জন / এআই১৪ নভেম্বর ২০১৪

জনপ্রিয় ভিডিও ব্লগার বা ভ্লগাররা এখন তাদের অনলাইন খ্যাতিকে টেলিভিশনের দিকে নিয়ে যাচ্ছেন৷ মিডিয়া শিল্পে এই পরিবর্তন নিয়ে ডয়চে ভেলের বিশেষ প্রতিবেদন৷

https://p.dw.com/p/1DmX5
DW Shift Youtube Stars
ছবি: Youtube

ভিডিও ব্লগারদের দেখা মূলত মেলে ইউটিউবে৷ তরুণ প্রজন্ম তাদের প্রতি বেশ আকৃষ্টও৷ গত কয়েক বছর ধরে এই আকর্ষণ শুধু বেড়েই চলেছে৷ আর এই বিষয়টি বিভিন্নভাবে কাজেও লাগাচ্ছেন জনপ্রিয় ভ্লগাররা৷ বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে জনপ্রিয় ভ্লগারদের কয়েকজন তাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে টেলিভিশনে কাজ নিচ্ছেন৷

ইউটিউব জার্মানির মুখপাত্র মুনিরা লাটরাশ এই বিষয়ে বলেন, ‘‘এই উদ্ভাবকদের (ভ্লগারদের) লাখ লাখ অনুসারী এবং দর্শক রয়েছেন৷ অনেক ব্র্যান্ডের পক্ষে এত সমর্থন আদায় আর সম্ভব নয়, অন্তত এভাবে সম্ভব নয়৷''

ইউটিউব থেকে টেলিভিশনে

ইউটিউব তারকা ফ্রানচেস্কা রামসে, যিনি ‘চেসকালাই' নামেই বেশি পরিচিত, সম্প্রতি ফোর্ড এবং মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস পিবিএস এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টেলিভিশন শো করার জন্য৷

শো-র নাম ‘ফাইন্ডিং ইয়োর রুটস,' এতে বিখ্যাত মার্কিন নাগরিক এবং গবেষকদের পারিবারিক ইতিহাস এবং পরিচয় তুলে ধরা হয়৷ রামসের জন্য অবশ্য এধরনের প্রোগ্রাম নতুন নয়৷ ইউটিউবে তাঁর ভিলগ ‘শিট হোয়াইট গার্লস সে... টু ব্ল্যাক গার্লস' বেশ জনপ্রিয়৷

তাঁর প্যারোডি ভিডিওগুলো আসলে আরেক ভাইরাল ভ্লগ ‘শিট গার্লস সে' থেকে উৎসাহ পেয়ে তৈরি৷ গত বছর ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে রামসে জানান, বর্ণবাদ নিয়ে নিত্যদিনের অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছিলেন তিনি৷ আর সেখান থেকেই তাঁর ভ্লগের সূচনা৷

শুধু রামসে নন, আরো কয়েকজন জনপ্রিয় ইউটিউবার এখন তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে টেলিভিশনের দিকে পা রাখছেন৷ এদের একজন রেবেকা ব্রাউন৷ তিনি বলেন, ‘‘আমি স্কুলে তেমন জনপ্রিয় ছিলাম না৷ এরপর হঠাৎ আমি এই ওয়েবসাইটের সন্ধান পাই যেখানে একে অপরের সঙ্গে সম্পৃক্ত৷ এটা সত্যিই এক ‘কুল' জায়গা যেখানে আমি কথা বলতে পারি এবং সেটা শোনার মানুষও রয়েছে৷''

ব্রাউন, যিনি ইন্টারনেটে ‘বেকি-ও' নামে বেশি পরিচিত, তাঁর নিজের চুল নিজেই উপড়ে ফেলার মানসিক ব্যাধি ‘ট্রিকোটেলোমেনিয়া' নিয়ে প্রকাশ্যে কথা বলেন৷ ইউটিউবে ব্রাউনের ভ্লগ অনুসরণ করেন দুই লাখের বেশি মানুষ৷

তিনি এখন সোশ্যাল মিডিয়া বিষয়ক বিবিসির টেলিভিশন অনুষ্ঠান ‘বিবিসি ট্রেন্ডিং'-এর সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করছেন৷ ইউটিউবও ভবিষ্যতে ব্রাউনের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে৷ তরুণদের রাজনীতিতে ভোট দানে উৎসাহিত করতে কিছু অনুষ্ঠান করতে পারেন ব্রাউন, যা ইউটিউব তাদের ‘বাইট ইন ব্যালট' চ্যানেলে প্রদর্শন করবে৷

ইউটিউবের লাটরাশ মনে করেন, ভিডিও ব্লগারদের অকৃত্রিমতা তাদেরকে তাদের দর্শকদের সঙ্গে সম্পৃক্ত হতে সহায়তা করে৷ তিনি বলেন, ‘‘তারা তাদের সমর্থকদের শুধু দর্শক হিসেবে বিবেচনা করে না, তারা তাদেরকে পুরো প্রক্রিয়ার একটি অংশ মনে করে৷ তারা তাদেরকে অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করে, আইডিয়া শেয়ার করে৷''

ভ্লগিং যেভাবে টেলিভিশনকে বদলে দিচ্ছে

আসলে ভিডিও ব্লগারদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা টেলিভিশন চ্যানেলগুলোকে মেধা বাছাই সহজ করে দিয়েছে৷ মাল্টি-চ্যানেল-নেটওয়ার্ক মিডিয়াক্রাফ্ট-এর ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টফ পোরোপাটিটস এই বিষয়ে বলেন, ‘‘আগে লং কাস্টিং এবং এডিটোরিয়াল টিমের সিদ্ধান্তের ভিত্তিতে ট্যালেন্ট বাছাই করতে হতো, এখন দর্শকই তাদের বেছে দিচ্ছেন৷''

লাটরাশ-ও বিষয়টি একইভাবে দেখছেন৷ তিনি বলেন, ‘‘দর্শকই নির্ধারণ করছেন কে তারকা, এবং কে তারকা নন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য