1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিক্ষাবৃত্তি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

২ জানুয়ারি ২০১১

দেশে ভিক্ষাবৃত্তি বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাদের জন্য চালু করা হবে বিকল্প কর্মসংস্থান বা সামাজিক কর্মসূচি৷ আর যারা মানুষকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে তাদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা৷

https://p.dw.com/p/zseK
Foto, Politik, Bangladesch, Politikerin, Sheikh, Hasina, Awami, Liga, BNP
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: DW

রবিবার সমাজসেবা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর উদ্যোগ নিয়েছে৷ মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা এবং অস্বচ্ছল ভাতা বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে সহায়তার পরিমাণ৷ বয়স্কভাতা প্রাপ্ত মানুষের সংখ্যা এখন প্রায় ২৫ লাখ৷ তাদের বছরে দেয়া ৩শ' কোটি টাকা৷ ক্রমান্বয়ে আরো বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হবে৷

প্রধানমন্ত্রী বলেন, ভিক্ষাবৃত্তি কোন পেশা হতে পারে না৷ বাংলাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধ করা হবে৷ তাদের জন্য চালু করা হবে বিকল্প কর্মসংস্থান ও সামাজিক কর্মসূচি৷ তিনি বলেন, ভিক্ষাবৃত্তি যে সবক্ষেত্রে দারিদ্র্যের কারণে হয় তা নয়৷ কিছু সংঘবদ্ধ গোষ্ঠী একে ব্যবসা হিসবে নিয়েছে৷ তারা নারী ও শিশুদের অপহরণ করে ভিক্ষাবৃত্তিসহ নানা অসামাজিক কাজে ব্যবহার করে৷ এধরনের গোষ্ঠী ইতিমধ্যে ধরা পড়েছে৷ আরো অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে৷

শেখ হাসিনা বলেন, সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে তাঁর সরকার আন্তরিকভাবে কাজ করছে৷ দেশের সব জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে৷ গুরুত্ব দেয়া হচ্ছে তথ্য প্রযুক্তির ওপর৷ আর প্রতিবন্ধীদের জন্য প্রত্যেক বিভাগে একটি করে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের কথা বলেন প্রধানমন্ত্রী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই