1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালবাসার মানুষটির হাত ধরতে সাহায্য করবে রোবোটিক হাত

১৬ এপ্রিল ২০১০

চোখ বন্ধ করে ভেবে দেখুন তো কম্পিউটারের পর্দায় এমন একটা হাত যা কিনা আপনার প্রতিটি অনুভুতি অনুসারেই সাড়া দিচ্ছে৷ আর হ্যাঁ, ইন্টারনেটে আপনার প্রিয় মানুষটির হাত ধরতে সাহায্য করবে এক রোবটিক হাত৷

https://p.dw.com/p/My3g
ছবি: AP

একটি ইলেক্ট্রনিক রিস্টব্যান্ডের সাহায্য নেবে এই রোবটিক হাত৷ তৈরি করেছেন হংকং এর একদল বিজ্ঞানী৷

চায়না বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন৷ তাঁরা বলছেন, এই সাইবার-হাত ইন্টারনেটে কথা বলার সময় এর ব্যবহারকারীদেরকে স্পর্শের অনুভুতিগুলো অনুভব করতে সহয়তা করবে৷

তাঁরা বলছেন, পেশির সংকোচন থেকে বেরুনো বৈদ্যুতিক বেগ ব্যবহার করে এই হাত কাজ করে৷ আর ইলেক্ট্রোমায়োগ্রাফ নামের সেন্সর সংশ্লিষ্ট সঙ্কেত গ্রহণ করে৷ এই সঙ্কেতগুলো পাঠানো হয় কম্পিউটারে৷ পেশির নড়াচড়ার সঙ্গে কম্পিউটার সঙ্কেতগুলো ধারণ করে৷

এই তথ্য ইন্টারনেটের মাধ্যমে গ্রাহক কম্পিউটারের কাছে পাঠানো হয়৷ সেখানে সঙ্কেতগুলো রোবটিক হাতের জন্য নির্দেশের রূপ নেয়৷ ইন্টারনেটে পাঠানো সঙ্কেত রোবটিক হাতের নির্দেশক হিসেবে কাজ করে আর তা অবিকল একইভাবে তা ফুটিয়ে তুলে হাতটি৷

ডেইলি মেইল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, এই রোবটিক হাত করমর্দন করতে পারে, কোন জিনিস ধরতে পারে, ওকে অর্থাৎ ঠিক আছে এই চিহ্ন এবং শান্তির চিহ্ন দেখাতে পারে৷

এই গবেষণাকাজের সঙ্গে যুক্ত অন্যতম বিজ্ঞানী লি ইয়নহুই বলেন, রোবটিক হাতটি মানুষের গতিবিধি তাৎক্ষণিকভাবে অনুকরণ এবং স্পর্শ জনিত অনুভুতিগুলো অনুভব করতে সহয়তা করতে পারে৷ তিনি আরও বলেন, ‘‘এই মুহূর্তে এটি সঠিকভাবে কাজ করছে না৷ কারণ, এটি হুবহু অনুকরণ করতে পারছে না৷ কারণ, এটি মানুষের হাতের মত অতটা স্বাধীন নয়৷ তাছাড়া এর কিছু প্রযুক্তিগত সমস্যা এখনও রয়েছে৷''

তিনি বলেন, তাদের এই গবেষণার কাজ অর্থাভাবে ব্যাহত হচ্ছে৷ তবে তিনি জানান, এই হাত অনেকটা মানুষের হাতের আদলেই ডিজাইন করা হবে যা কিনা হবে সিলিকন রাবারের তৈরি আর তা আগামী মাসের মধ্যেই বাজারজাত করার কথা ভাবছেন তারা৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক