1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে সু চি

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৩ নভেম্বর ২০১২

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর আমন্ত্রণে এখন সাতদিনের ভারত সফরে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি৷ আগামীকাল তিনি জহরলাল নেহেরু স্মারক বক্তৃতামালায় বক্তব্য রাখবেন৷ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গেও৷

https://p.dw.com/p/16hqn
ছবি: AP

প্রায় ৪০ বছর পর দিল্লির মাটিতে পা রাখলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিরোধী নেত্রী নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সু চি৷ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই৷ মিয়ানমারে বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতের সহযোগিতার অঙ্গ হিসেবে কেন্দ্রের জোট সরকারের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী তাঁকে ভারত সফরে আমন্ত্রণ জানান৷ আগামীকাল জহরলাল নেহেরুর জন্মবার্ষিকীতে তিনি নেহেরু স্মারক বক্তৃতা দেবেন৷

মিয়ানমারে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন দিল্লির সঙ্গে সম্পর্ক নতুন খাতে বইতে শুরু করে৷ প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে ভারত তৎপর৷ সেই সূত্রে দু'দেশের মধ্যে শীর্ষ নেতাদের সফর বিনিময় হয়৷ মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতে আসেন ২০১১ সালে আর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং যান ইয়াংগুনে ২০১২ সালে৷

এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক রাষ্ট্রবিজ্ঞানী ইমনকল্যাণ লাহিড়ি মনে করেন, সামরিক শাসন পুরোপুরি চলে যাক সেটা মিয়ানমার চায় না৷ ডয়চে ভেলেকে উনি বলেন, ‘‘একই সঙ্গে ভারত কিন্তু সরাসরি মিয়ানমার নীতিতে ঢুকতে পারবে না৷ কারণ চীনের একটা বিরাট প্রভাব রয়েছে মিয়ানমারের ওপর৷ অর্থাৎ, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার মাপকাঠিগুলো পুরোপুরি খুলে দেয়া হয়নি সে দেশে৷''

মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে ভারতের ভূমিকা সম্পর্কে অধ্যাপক লাহিড়ির বক্তব্য: ‘‘ভারত চাইলেও এই মুহূর্তে মিয়ানমারের গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে নিজেকে যুক্ত করা ভারতের পক্ষে বেশ কঠিন৷ তবে অং সান সু চি এবং আঞ্চলিকভাবে মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কের সূত্র ধরে ধীরে ধীরে ‘গো স্লো পলিসি' অনুসরণ করতে হবে ভারতকে৷ আর সেই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে সু চির হাত ধরেই৷''

৬০-এর দশকে সু চির শিক্ষা জীবন কেটেছে দিল্লিতে৷ তিনি পড়াশুনা করেছেন দিল্লির লেডি শ্রীরাম কলেজে৷ সেই উপলক্ষ্যে কলেজ থেকে তাঁকে দেয়া হবে বিশেষ সম্বর্ধনা৷ পরে তিনি যাবেন ব্যাঙ্গালোরে, আর সেখান থেকে অন্ধ্রপ্রদেশে৷ সেখানে গ্রামাঞ্চলের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন গণতন্ত্রের প্রতীক এই নেত্রী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য