1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-ফিলিস্তিন

১১ সেপ্টেম্বর ২০১২

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে বৈঠক করেন৷ সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এবং পশ্চিম এশিয়ায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়৷

https://p.dw.com/p/166oh
GettyImages 137185648. LONDON - JANUARY 16: Britain's Prime Minister David Cameron (not pictured) speaks with Palestinian Authority President Mahmoud Abbas, prior to their meeting at his official residence at 10 Downing Street on January 16, 2012 in central London, England. Israel's ongoing building on land the Palestinians hope will form part of a future state was an issue discussed by the two leaders. Furhermore, Cameron stated that time was "running out for the two-state solution unless we can push forwards now." (Photo by Lefteris Pitarakis - WPA Pool/Getty Images)
ছবি: Getty Images

তিন দিনের ভারত সফরে এসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে প্রতিনিধি স্তরে বৈঠকে মিলিত হন৷ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, ফিলিস্তিনি স্বার্থরক্ষার প্রতি সমর্থন ভারতের পররাষ্ট্র নীতির কষ্টিপাথর৷ এক সার্বভৌম, স্বাধীন, সংযুক্ত, সুরক্ষিত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ভারতের সমর্থনের অঙ্গীকার অব্যাহত থাকবে৷ পাশাপাশি ইসরায়েলের সঙ্গে শান্তি বজায় রাখতে হবে৷

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে উন্নয়ন সাহায্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী চলতি বছরে ফিলিস্তিনি বাজেটের আর্থিক প্রয়োজন পূরণে এক কোটি মার্কিন ডলার সাহায্য দেবার কথা ঘোষণা করেন৷

ফিলিস্তিনি জনগণের স্বার্থরক্ষায় ভারতের নিরন্তর সব রকম সাহায্য দেবার জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান৷ তবে পশ্চিম তীরে বসতি স্থাপনে ইসরায়েলি পরিকল্পনা এবং গাজা ভূখণ্ডে নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের হত্যায় উদ্বেগ প্রকাশ করেন৷

epa03371172 Indian Prime Minister Dr. Manmohan Singh addresses the media after he was shouted down by opposition politicians in the lower house of Parliament in New Delhi, India, 27 August 2012. The Prime minister denied allegations of wrongdoing, following a report that the country lost 33 billion dollars by allocating coal mine licences instead of auctioning them. Singh stated that any allegations of impropriety are without basis and unsupported by the facts. EPA/STR +++(c) dpa - Bildfunk+++
ভারতের প্রধানমন্ত্রী ড. মহমোহন সিংছবি: picture-alliance/dpa

ফিলিস্তিনি পক্ষের বক্তব্য, প্যারিস প্রোটোকল সংশোধন এবং ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের পুনর্বিন্যাসে ভারত যেন ইসরায়েলকে রাজি করায়৷ মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ভারত যেন নতুন করে উদ্যোগ নেয়৷ কারণ ইসরায়েলের সঙ্গে ভারতে সম্পর্ক যে ভালো, সেটা মাহমুদ আব্বাসের অজানা নয়৷ উল্লেখ্য, জীবনধারণের ব্যয় ফিলিস্তিনি এলাকায় অত্যধিক বেড়ে যাওয়ায় সেখানে দেখা দিয়েছে অসন্তোষ৷ দাবি উঠেছে মাহমুদ আব্বাসের ইস্তফার৷

আরব শান্তি পরিকল্পনায় ভারতের অবস্থান সর্বজনবিদিত৷ ইসরায়েলকে প্রাক-১৯৬৭ সীমানায় ফিরে যাবার কথা বলেছে ভারত৷ ভারত চায় আলোচনার মাধ্যমে গঠিত হোক এক স্বাধীন সার্বভৌম, সুরক্ষিত ফিলিস্তিনি রাষ্ট্র৷ পূর্ব জেরুজালেম হবে তার রাজধানী৷ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে দিতে হবে৷ পাশাপাশি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে মেনে নিতে হবে৷ এরই আবহে দুপক্ষের মধ্যে সরাসরি আলোচনাকে স্বাগত জানিয়েছে ভারত৷ জাতিসংঘের ফিলিস্তিনি সদস্যপদ সমর্থন করে এসেছে ভারত৷

আলোচনা শেষে সই হয় তিনটি সমঝোতা চুক্তি – তথ্য ও যোগাযোগ, বৃত্তিমূলক ট্রেনিং, ফিলিস্তিনি ভূখণ্ডে স্কুল নির্মাণ৷

মঙ্গলবার সকালে মাহমুদ আব্বাসকে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে স্বাগত জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ দেয়া হয় তিন বাহিনীর গার্ড অফ অনার৷ অভিবাদন গ্রহণের পর সাংবাদিকদের তিনি ভারত-ফিলিস্তিনি ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য