1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-বাংলাদেশ সীমান্ত হাট ইতিবাচক পদক্ষেপ - ড. হোসেন

২৩ আগস্ট ২০১১

বাংলাদেশ-ভারত সীমান্তে হাট চালু হয়েছে৷ প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই হাট বসবে৷ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং ভারতের শিল্প বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এই হাটের উদ্বোধন করেন৷

https://p.dw.com/p/12LRl
A street vendor sells vegetables as a replica of BangladeshÕs Awami League party symbol, boat is displayed in Dhaka, Bangladesh, Friday, Dec. 26, 2008. Bangladesh goes to polls on Dec. 29. (AP Photo/Pavel Rahman)
ফাইল ছবিছবি: AP

বাংলাদেশের কুড়িগ্রামের বালিয়ামারী সীমান্ত এবং ভারতের মেঘালয় রাজ্যের কালাইচর সীমান্ত এলাকার জিরো পয়েন্টে ১৫০ গজ এলাকার মধ্যে এই হাট বসছে৷

এই হাটের মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কের আরো উন্নতি হবে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আকমল হোসেনকে প্রশ্ন করা হয়েছিল ভারত-বাংলাদেশের এই সীমান্ত হাটকে আপনি কীভাবে দেখছেন?

Indian laborers unload sacks filled with onion at a market on the outskirts of Allahabad, India, Wednesday, June 16, 2010. High food and fuel prices are quickly becoming a political issue in India, where opposition groups have staged protests over runaway food prices. India's May inflation rose to 10.2 percent according to government data. (AP Photo/Rajesh Kumar Singh)
হাটে পেয়াজের আমদানিছবি: AP

তিনি বললেন,‘‘আমি এটাকে বলছি দু'দেশের সম্পর্কের নিরিখে খুবই একটি ইতিবাচক পদক্ষেপ৷ আনুষ্ঠানিকভাবে যে বাণিজ্যের সম্পর্ক দু'দেশের মধ্যে রয়েছে সেই বাণিজ্যের বাইরে অনানুষ্ঠানিকভাবে আদান-প্রদানের একটি উদাহরণ হচ্ছে এই হাট৷ কেননা, এখানে ঠিক করা হয়েছে যে এই সীমান্তের কাছাকাছি যারা থাকবেন বা বসবাস করেন তাদেরকেই এখানে বিক্রি বা কেনার অধিকার দেয়া হয়েছে৷ তাই আমি মনে করি এটা দুটি প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ানোর একটা ভাল পদক্ষেপ৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক