1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্ত বাণিজ্যে অচলাবস্থা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৫ মার্চ ২০১৩

বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের সীমান্ত বাণিজ্য মার খাচ্ছে দারুণভাবে৷ জামায়াতের ডাকা হরতালের প্রথম দুদিনে লোকসানের পরিমাণ ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা৷

https://p.dw.com/p/17qhe
ফাইল ফটোছবি: Shaikh Azizur Rahman.

জামায়াত তাণ্ডবে উত্তপ্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বাণিজ্য প্রায় তলানিতে ঠেকেছে৷ পণ্য আমদানি-রপ্তানি প্রায় বন্ধ৷ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আশঙ্কা প্রকাশ করেছে যে, এই রাজনৈতিক অস্থির পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তাহলে দুদেশের, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে সীমান্ত বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য৷

জামায়াত এবং পরে বিএনপির ডাকা হরতালের প্রথম দু তিনদিনে সীমান্ত বাণিজ্যে লোকসানের পরিমাণ ধরা হয় ৫০০ কোটি টাকার বেশি৷ সীমান্তের জিরো পয়েন্টে গত শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের কোন ট্রাক খালাস হয়নি৷ প্রায় হাজার খানেক পণ্যবোঝাই ট্রাক সীমান্তের বিভিন্ন চেক পয়েন্টে আটকে আছে৷ যেমন উত্তর ২৪-পরগনা জেলার পেট্রাপোল ও ঘোজিডাঙ্গা, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, কোচবিহার জেলার শীতলকুচি এবং মালদা জেলার মহাদিপুর৷

পশ্চিমবঙ্গ রপ্তানিকারক সমন্বয় কমিটির সেক্রেটারির মতে, ভারত-বাংলাদেশের মোট বাণিজ্যে প্রায় ৮০ শতাংশ হয় পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে৷ পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হয় অ-পচনশীল পণ্য ছাড়াও পেঁয়াজ, সবজি, ফলফলাদির মত পচনশীল পণ্য৷ বাংলাদেশ থেকে আমদানি করা হয় প্রধানত কাঁচা পাট, পাটজাত দ্রব্য ও খাদ্য সামগ্রী৷

পশ্চিমবঙ্গের পর বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্যের বড় অংশীদার রাজ্য ত্রিপুরা৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ত্রিপুরার সঙ্গে সীমান্ত বাণিজ্যে কতটা প্রভাব ফেলেছে, সে সম্পর্কে রাজ্যের বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী ডয়চে ভেলেকে বললেন, ‘‘সীমান্ত বাণিজ্যে একটা অচলাবস্থা এনে দিয়েছে৷ একেবারে বন্ধ হয়নি, তবে বন্ধের মত৷ আগে প্রতিদিন ত্রিপুরার ১০০ ট্রাক খালাস হতো৷ এটা অনেক কমেছে হরতালের কারণে৷ ভারতের কোনো পণ্যবাহী ট্রাক সরাসরি বাংলাদেশে যায় না৷ জিরো পয়েন্টে খালাস হয়৷''

তবে এটা সাময়িক ঘটনা৷ বেশিদিন চলবে না৷ সাধারণ মানুষ যেভাবে পথে নেমে হরতালের বিরোধিতা করছে তা বাংলাদেশে এর আগে কখনও হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য