1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত কি ‘সমকামী পুরুষের চুমু’র ছাড়পত্র দেবে?

৩ ফেব্রুয়ারি ২০১০

ভারতের সেন্সর বোর্ড মূলধারার চলচ্চিত্রে দুই সমকামী পুরুষের চুমু খাওয়ার দৃশ্য দেখানোর ছাড়পত্র দেবে কি না, তা দেখার অপেক্ষায় এখন বলিউড৷ ‘ডান্নো ওয়াই...না জানে কিঁউ' ছবির পরিচালক সঞ্জয় শর্মা অবশ্য এ বিষয়ে আশাবাদী৷

https://p.dw.com/p/LqG8
ভারতীয় দর্শকরা কতটা উদার মনে এই ছবি উপভোগ করবে?

ভারতে সমকামী যৌনতার বিষয়টি নিষিদ্ধ করে জারি করা আইন অবৈধ বলে ঘোষণা করে গত বছর নতুন দিল্লির উচ্চ আদালতের রায়ের কয়েক মাস পরই এ ছবির কাজে হাত দেন শর্মা৷

কিন্তু, ভারতীয় সমাজে নারী বা পুরুষের সমকামী যৌনতা যেখানে এখনও একটি নিষিদ্ধ বিষয় হিসেবে বিবেচিত, সেখানে মূলধারার চলচ্চিত্রে এ ধরণের একটি দৃশ্য সাধারণ দর্শকরা কীভাবে গ্রহণ করবে বা এটা সমাজের মধ্যে কী ধরণের প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা নিয়ে যথেষ্টই উদ্বেগ রয়েছে৷

তবে পুরুষের সমকামী যৌনতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি বানানো এবং ছবিতে এমন দৃশ্য সংযোজন নিয়ে চিন্তিত নন পরিচালক শর্মা৷ বিবিসির এশিয়ান নেটওয়ার্ককে শর্মা বলেছেন, ‘‘এই মুহূর্তে কোনো রাজনৈতিক বা সেন্সর ছাড়পত্র সমস্যার কথা চিন্তা করছি না আমি৷''

মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিকে ইতোমধ্যেই পুরুষের সমকামী সম্পর্ক নিয়ে নির্মিত হলিউডি ছবি ‘ব্রোকব্যাক মাউন্টেইন' এর বলিউড সংস্করণ হিসেবে অভিহিত করা হচ্ছে৷ পরিচালক বলছেন, পুরুষের সমকামী যৌনতা যে কোনো অস্বাভাবিক বিষয় নয়, ছবিতে তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং ছবির দুটি পুরুষ চরিত্রের মধ্যে এমন একটি গুরুতর সম্পর্কই দেখানো হয়েছে৷

প্রায় নগ্ন দুই পুরুষের নিবিড় আলিঙ্গনের দৃশ্য ছেপে ‘ডান্নো ওয়াই...না জানে কিঁউ' ছবির পোস্টার এখন শোভা পাচ্ছে ভারতের বিভিন্ন শহর-নগরের দেয়ালে দেয়ালে৷ এই ছবির পরিচালক মনে করেন, প্রতিক্রিয়া যাই হোক না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটি নিয়ে প্রকাশ্যে কথা বলার এখনই সময়৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ, সম্পাদনা : সঞ্জীব বর্মন