1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে মহাত্মা গান্ধীর ১৪০-তম জন্মবার্ষিকী উদযাপন

২ অক্টোবর ২০০৯

অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর ১৪০-তম জন্মজয়ন্তীতে শুক্রবার ভারতে বিভিন্ন অনুষ্ঠান ও কল্যান কর্মসূচির মাধ্যমে তাঁর প্রতি নিবেদন করা হয় জাতির বিনম্র শ্রদ্ধা৷ বিশ্ব জুড়ে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবসরুপে৷

https://p.dw.com/p/Jwf3
ছবি: AP

শুক্রবার সকালে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে পুষ্পার্ঘ নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷ উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী ড মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিরোধি দলের নেতা এল, কে আডবানি প্রমুখ৷ মহাত্না গান্ধীর জন্মস্থান গুজরাটের পোরবন্দরে চরকা কেটে এই দিনটি পালন করেন রাষ্ট্রপতি প্রতিভা দেবি সিং পাটিল৷ অপরাহ্নে নতুনদিল্লির স্মৃতি বেদিতে অনুষ্ঠিত হয় সব ধর্ম প্রার্থনা সভা৷ এই সেই জায়গা যেখানে ৬১ বছর আগে হিন্দুত্ববাদী নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারান তিনি৷ গান্ধী জয়ন্তী উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি শুরু করা হয়৷ গ্রামাঞ্চলের মানুষকে তাঁদের দোড়গড়ায় ন্যায়বিচার পাইয়ে দেবার জন্য স্থাপিত হয় ৫হাজার গ্রাম ন্যায়ালয়৷ পঞ্চায়েতী রাজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী ড মনমোহন সিং গ্রামিণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের নামকরণ করেন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামিণ কর্মসংস্থান গ্যারান্টি আইন৷

মহাত্মা গান্ধীর জন্মদিনটি সারা বিশ্বে পালিত হয়, আন্তর্জাতিক অহিংসা দিবসরুপে৷ জাতিসংঘের মহাসচিব বান- কি- মুন এক বার্তায় বলেছেন, গণ মারণাস্র থেকে বিশ্বকে মুক্ত করতে জাতিসংঘ মহাত্মা গান্ধীর জীবনাদর্শে অনুপ্রাণিত৷ অহিংসার পুজারি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিশেষ বার্তায় বলেছেন, সব মানুষের সম অধিকার সুনিশ্চিত করতে তাঁর জীবনাদর্শে নতুন করে দীক্ষিত হতে হবে৷ গান্ধীজির জীবনাদর্শের ভাগিদার মার্টিন লুথার কিং জুনিয়ার যিনি নাগরিক অধিকার আন্দোলনের মাধ্যমে আমেরিকায় ঘটিয়েছিলেন সামাজিক রুপান্তর৷ আর এরই শিকড় প্রোথিত ছিল মহাত্মা গান্ধীর ভারতে৷ উল্লেখ্য, মার্টিন লুথার কিং ভারতে এসেছিলেন ১৯৫৯ সালে৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য