1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ফর্মুলা ওয়ান

২৫ অক্টোবর ২০১৩

গত বছরের বিনোদনমূলক কর না দেয়ায়, রোববার অনুষ্ঠেয় গ্রঁ প্রি বা ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা বাতিলের আবেদন করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে৷ শুক্রবার এই আবেদনের ওপর শুনানি হবে৷

https://p.dw.com/p/1A5ak
Red Bull-Renault driver Sebastian Vettel of Germany leads the pack at the start of the Formula One Indian Grand Prix in Greater Noida, on the outskirts of New Delhi on October 28, 2012. AFP PHOTO/ MANAN VATSYAYANA (Photo credit should read MANAN VATSYAYANA/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

রোববার ভারতে শুরু হতে যাচ্ছে ফর্মুলা ওয়ানের তৃতীয় আসর৷ কিন্তু এবার, এতে বাধ সেধেছে আদালত৷ ২০১২ সালে আয়োজকরা বিনোদন কর দেননি – এমন না অভিযোগ এনে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার এবারের আয়োজন বাতিল করার আবেদন করেছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ক্যাম্পেইনার অমিত কুমার৷ প্রধান বিচারপতি পি সত্যশিবম জানিয়েছেন, শুক্রবার এ আবেদনের ওপর শুনানি হবে৷

২০১১ সালে এই আয়োজন উদ্বোধনের পর থেকেই ভারতে সমস্যার মুখে পড়েছে ফর্মুলা ওয়ান৷ সুপ্রিম কোর্ট তাদের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে দু'বছর আগের টিকেট-বিক্রির টাকা থেকে পাওয়া ২৫ ভাগ আয় জব্দ করার নির্দেশ দিয়েছিল৷ কিন্তু এফ ওয়ানের কর্তৃপক্ষ নাকি সে কথা কানেই তোলেনি৷

২০১১ সালেও অমিত কুমার এ আয়োজনের বিষয়ে আদালতে আবেদন করেছিলেন৷ সেখানে বলা হয়েছিল, ফর্মুলা ওয়ান বিনোদনমূলক আয়োজন, এটা খেলা নয়৷ তাই আয়োজকদের বিনোদন কর দিতে হবে৷ প্রসঙ্গত, সাধারণত বড় ধরনের শো এবং স্পন্সর্ড উৎসব আয়োজনের ক্ষেত্রে এই কর দিতে হয়৷

Red Bull driver Sebastian Vettel of Germany holds the trophy after winning the Indian Formula One Grand Prix at the Buddh International Circuit in Noida, 38 kilometers (24 miles) from New Delhi, India Sunday, Oct. 30, 2011. (AP Photo/Eugene Hoshiko)
রোববারের এই প্রতিযোগিতায় ‘রেড বুল' চালক সেবাস্টিয়ান ফেটেল শিরোপা জিতবেন বলে ধারণা করছেন এফ ওয়ান বিশেষজ্ঞরাছবি: AP

এদিকে জেপি স্পোর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ২০১১ সালের কর সমস্যার কথা স্বীকার করলেও, নতুন এই সমস্যা নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি৷ কোম্পানির মুখপাত্র আসকারি জাইদি বার্তা সংস্থা এএফপিকে বলেন যে, আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন৷ আর আদালতের নির্দেশ মেনেই কাজ করবেন তারা৷

ওদিকে ফর্মুলা ওয়ান ‘সুপ্রিমো' বার্নি একলেস্টোনকে ২০১৪ সালের আয়োজন থেকে এরইমধ্যে সরিয়ে দেয়া হয়েছে৷ আইনগত এ সব সমস্যার কারণে চলতি বছরের জুলাই মাসেই এই বিলিওনিয়ার বলেছিলেন যে, রাজনৈতিক কারণে আগামী বছর ভারতে এই আয়োজন হয়ত নাও হতে পারে৷ তখনই বার্নির মনে হয়েছিল, আগামী বছর এই আয়োজনকে কিছুতেই সমর্থন করবে না সরকার৷ তবে ভারতের মোটর স্পোর্টস ক্লাব ফেডারেশনের প্রধান ভিকি চান্দোক অবশ্য আশাবাদী যে, ভারতে অন্তত আরো দু'বার এই মোটর রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ তাঁর মতে, ফু্র্মুলা ওয়ানের জন্য ভারতে সুযোগ- সুবিধা যথেষ্ট ভালো৷ উল্লেখ্য, রোববারের এই প্রতিযোগিতায় ‘রেড বুল' চালক সেবাস্টিয়ান ফেটেল শিরোপা জিতবেন বলে ধারণা করছেন এফ ওয়ান বিশেষজ্ঞরা৷

এ বছর এফ ওয়ান নিয়ে সমস্যা অবশ্য শুধুমাত্র বিনোদনমূলক কর না দেয়া নিয়ে নয়, ২০১১ বা ২০১২ সালের তুলনায় এবার নাকি কমে গেছে টিকিক বিক্রির সংখ্যাও৷ ২০১১ সালে দর্শক সংখ্যা যেখানে ছিল ৯৫ হাজার, গত বছর তা কমে দাঁড়িয়েছিল ৬৫ হাজারে৷ আর এবার, টিকিট বিক্রি কমেছে মাত্রাতিরিক্ত হারে!

এপিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য