1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টির পরিকল্পনা থেকে রাজনৈতিক সঙ্কট

১১ ডিসেম্বর ২০০৯

কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্ব হঠাৎই এই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়তো কল্পনা করতে পারেননি যে, দলমত নির্বিশেষে ১০০ জন এমএলএ এবং অন্তত দু’জন কংগ্রেস এমপি তাঁদের পদত্যাগ পেশ করবেন৷

https://p.dw.com/p/Kzbg
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কে রোসাইয়া (ফাইল ফটো)ছবি: UNI

অন্ধ্র প্রদেশের রায়লাসীমা এবং অন্ধ্র এলাকাগুলি থেকে ৫৮ জন কংগ্রেস এমএলএ, ২৯ জন তেলুগু দেশম এমএলএ এবং ১৩ জন প্রজা রাজ্যম এমএলএ বৃহস্পতিবার সন্ধ্যা অবধি স্পিকার এন কিরণ কুমার রেড্ডিকে তাঁদের পদত্যাগপত্র প্রদান করেন৷ ৩৫ জনের বেশী এমএলসি’ও তাঁদের দৃষ্টান্ত অনুসরণ করেছেন৷ অন্ধ্রের উপকুলবর্তী এলাকায় এবং রায়লাসীমায় কংগ্রেস সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলেছে৷ কাদিরি, গুটি এবং অপরাপর শহরে দাঙ্গার সূত্রপাত ঘটেছে৷ বিশাখাপত্তনমে ছাত্ররা কালা দিবস পালন করেছে এবং শুক্রবার থেকে দু’দিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে৷ অন্যান্য রাজনৈতিক দল রায়লাসীমা এবং উপকুলবর্তী অন্ধ্রে শুক্রবার হরতাল ডেকেছে৷

রাজ্য মন্ত্রিসভার বৈঠক

রাজ্য মন্ত্রিসভার একটি জরুরি বৈঠকের পর মুখ্যমন্ত্রী এম কে রোসাইয়া বলেছেন: ‘‘রাজ্য বিধানসভায় তেলেঙ্গানা সংক্রান্ত প্রস্তাবটি তখনই পেশ করা হবে, যখন তার পিছনে সব বিধায়কদের সমর্থন থাকবে৷’’ এছাড়া প্রস্তাবটি বিধানসভায় পেশ করার কোনো তারিখ নির্দিষ্ট করা হয়নি বলে তিনি জানান৷ অপরদিকে রোসাইয়া স্বয়ং যে এআইসিসি প্রেসি়ডেন্ট সোনিয়া গান্ধীর গৃহীত সিদ্ধান্তের সপক্ষে, তা তিনি গতকালও স্পষ্ট করে দিয়েছেন৷

তেলুগু দেশমের বক্তব্য

কংগ্রেসে বস্তুত বিদ্রোহের সঙ্গে সঙ্গে তেলুগু দেশম দলের এমএলএ’রাও যে সেই বিদ্রোহে যোগ দেবেন, তা হয়তো তেলুগু দেশম প্রেসিডেন্ট এন চন্দ্রবাবু নাইডু’কেও চমকে দিয়েছে, কেননা সূচনায় তেলুগু দেশম বস্তুত তেলেঙ্গানা গঠন সংক্রান্ত প্রস্তাবটি সমর্থনের পরিকল্পনা নিয়েছিল৷ অতঃপর নাইডু সরাসরি কংগ্রেস এবং সোনিয়া গান্ধীর উপর দোষ চাপিয়েছেন: ‘‘কংগ্রেসের সিদ্ধান্তের ফলে পরিস্থিতি খারাপ হয়েছে এবং এর জন্য সোনিয়া গান্ধীই দায়ী৷’’

কংগ্রেস নেত্রীর মনোভাব

সোনিয়া গান্ধী স্বয়ং বৃহস্পতিবার রাত্রে প্রণব মুখার্জি, পি চিদাম্বরম, এ কে এ্যান্টনি, এম ভিরাপ্পা ময়লি প্রভৃতি উচ্চপদস্থ কংগ্রেস নেতা তথা মন্ত্রীদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকে তেলেঙ্গানা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷ বৈঠকটি বসে ১০ নম্বর জনপথে, গান্ধীর নিজস্ব বাসভবনে৷ আরো বড় কথা, ইতিপূর্বে গান্ধী অন্ধ্র প্রদেশের অ-তেলেঙ্গানা এলাকাগুলির কংগ্রেস এমপি’দের এক প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন এবং তাদের এই আশ্বাস দেন যে, সব দৃষ্টিভঙ্গি বিবেচনা না করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না৷ রাজ্যের অন্ধ্র এবং রায়লাসীমা এলাকাগুলির ঐ ১৮ জন এমপি’র মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি’র পুত্র জগন মোহন ছাড়া তিন জন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই