1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে চিকিৎসা ভ্রমণ: চিকিৎসার সঙ্গে সৌন্দর্যের চর্চা

২২ জানুয়ারি ২০১২

ভ্রমণ ও চিকিৎসা দুটোই মিলছে একসাথে৷ তাই এই ভ্রমণের নাম দেয়া হয়েছ চিকিৎসা ভ্রমণ৷ ভারতে বিকাশমান নতুন এই খাত৷

https://p.dw.com/p/13nsd
ছবি: dapd

রবীন্দ্রনাথ তার গানে বলেছিলেন, রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো৷ কিন্তু রবীন্দ্রনাথের সেই যুগ কী আর আছে? আজকাল অনেকেই বলছেন, শুধু ভালোবাসা বা শুধু গুণ দিয়ে মন আর ভরছে না৷ তাই, সাথে কিছু রূপও চাই৷

আপনার নাক বোঁচা? শরীর ভরা মেদ? বক্ষ নয় পিনোন্নত? কোনো ভাবনা নেই৷ যার যা চাই, ঠিক তাই করে দেবে প্লাস্টিক সার্জারি৷ শরীরের যে অংশটুকু বোঝা মনে হয়, কদাকার মনে হয় সেটি কেটে ফেলে দেয়া আর যেখানে কম মনে হয়, সেখানে বাড়তি কিছু জুড়ে নেয়াটা আজ আর কোনো ঘটনাই নয়৷ শুধু আপনার পকেটে টাকা থাকলেই হলো৷

পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, বিশেষত যাদের অর্থবল আছে, তেমন নারীরা আজকাল ভারত ভ্রমণে আসছেন অনেক বেশি৷ কিন্তু তাদের এটা নিছক ভ্রমণ নয়৷ এর পেছনে আরেকটা উদ্দেশ্যও আছে৷ সেটি হলো, কম খরচে নিজের সৌন্দর্যটা আরেকটু বাড়িয়ে নেয়া৷

উগান্ডা, আফ্রিকা, ব্রাজিল থেকে শুরু করে ব্রিটিশ রমণী, সব দেশের মানুষই ভারতে আসছেন সার্জারি করাতে৷ কিন্তু ভারতকে তারা কেন বেছে নিলেন? এর উত্তরে উগান্ডা থেকে আসা রমণীরা বলেন, ভারতে সার্জারির খরচ কম৷ থাইল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা বা অ্যামেরিকায় খরচ অনেক বেশি৷ তারা আরো বলেন, এখানকার হাসপাতালগুলোও পরিচ্ছন্ন এবং সেবার মান ভালো৷ আর এখানকার ডাক্তাররা বেশ ভালো ইংরেজি বোঝেন, ফলে নিজের সমস্যাটা সহজেই বোঝানো যায়৷

Deutschland Bundestag Gesundheit Schönheitsoperationen
ভারতে সার্জারি করাতে খরচ কম লাগেছবি: AP

প্যাট্রিসিয়া ব্রাউন ব্রিটিশ নাগরিক৷ ৩৮ বছর বয়সি প্যাট্রিসিয়া দুই সন্তানের জননী৷ প্যাট্রিসিয়ার সমস্যাটা হলো, বক্ষ তার নিটোল নয়৷ সুন্দর, সুডৌল ও সুশ্রী বক্ষ পেতে নিজের দেশেও বহু ওষুধ-পাতি তিনি মেখেছেন৷ কিন্তু কোনো কাজ হয় নি৷ অবশেষে প্লাস্টিক সার্জারির সিদ্ধান্তই নিলেন তিনি৷ কিন্তু প্লাস্টিক সার্জারির খবরটা পাড়া-প্রতিবেশীকে জানাতে নারাজ প্যাট্রিসিয়া৷ তাই তিনি ভারতে চলে গেছেন৷

কম পয়সায় ভালো চিকিৎসা বা পাড়াপ্রতিবেশীর নজর এড়ানো - সে যাই হোক, ভারতে এসে এই নারীরা একসঙ্গে দুটো কাজ করছেন৷ একদিকে তারা ঘুরে দেখছেন তাজমহল, কুতুব মিনার, দার্জিলিং, কাশ্মীর আর অন্যদিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন সৌস্দর্যও৷ অর্থাৎ ভারতে ভ্রমণে এসে, রথ দেখা আর কলা বেচা দুটোই একসাথে হচ্ছে৷

ভ্রমণ এবং চিকিৎসা দুটোই চলছে সমান তালে৷ তাই এর নাম ‘চিকিৎসা ভ্রমণ'৷ নয়া দিল্লির একজন ডাক্তার অজয় কাশ্যপ৷ তিনি বলেন,  প্রতি বছরই ভারতে চিকিৎসা ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে৷ গত বছরের তুলনায় এ বছর অন্তত ২০ থেকে ৩০ ভাগ বেশি মানুষ সার্জারির উদ্দেশ্যে ভারতে এসেছেন বলেও জানান কাশ্যপ৷

কাশ্যাপ আরো বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে, কেউ কেউ নিজেকে আমূল পাল্টে ফেলতে চান৷ কিন্তু একটি কথা তারা বোঝেন না যে, একটা ছোট্ট অপারেশন দিয়েই সিনেমার নায়িকার মতো সুশ্রী হওয়া যায় না৷  

ঠিক আছে, সিনেমার নায়িকার মতো না হোক চিকন কটি, না হোক হরিণীর মতো টানা টানা চোখ, যতটুকু চাই তার অন্তত খানিকটা তো মিলছে এই সার্জারি থেকে! তাই বা কম কী-সে! এ কথাও বলছেন কেউ কেউ৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা. আব্দুল্লাহ আল-ফারূক  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য