1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে গর্ভকালীন জটিলতায় মারা যাচ্ছে অনেক মহিলা

১২ অক্টোবর ২০০৯

ভারতে প্রতি ৭০ জন মহিলার মধ্যে একজন মহিলাই গর্ভকালীন জটিলতার কারণে মারা যান৷ যা প্রতিরোধ করা সম্ভব হয়না দুর্বল স্বাস্থ্য সেবার কারণে৷ সম্প্রতি এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়৷

https://p.dw.com/p/K4KQ
ফাইল ফটোছবি: UNICEF India/Sandip Biswas

ভারতের মানবাধিকার সংগঠনগুলো বলছে, ভারতে এমন অনেক মা আছেন যারা গর্ভকালীন সময়ে কোন ধরণের স্বাস্থ্য সেবার সুযোগ পাননা৷ এমনকি জরুরি কোন চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়না তাদের জন্য৷ তাই বাধ্য হয়ে তাঁরা ঝুকিপূর্ণ অবস্থার মধ্যেই শিশুর জন্ম দেন৷ যা কিনা হয় মৃত্যু ডেকে আনে অথবা বাচ্চা ও মায়ের মাঝে রোগের সংক্রমণ ঘটায়৷

রিপোর্টটিতে আরো বলা হয়েছে, সরকার যদি এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে না দেখে তবে হাজার হাজার গর্ভবতী মাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে না৷

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, তাদের কাছে প্রমাণ আছে, যে সব মহিলার কাছে টাকা থাকে না তাদেরকে হাসপাতালগুলোতে সঠিক সেবা দেয়া হয় না৷ এদিকে ভারতের উত্তর প্রদেশের একজন স্বাস্থ্যকর্মী জানান, হাসপাতালে যাবার পর গর্ভবতী মায়েদের ওষুধ বা যে কোন সেবার জন্য টাকা দিতে হয়৷

কিছুদিন আগে সেভ দ্যা চিলড্রেন তাদের প্রকাশিত এক রিপোর্টে জানায়, প্রতি বছর ভারতে চার লাখ সদ্যপ্রসূত শিশু জন্মের ২৪ ঘন্টার মধ্যেই মারা যায় প্রতিরোধযোগ্য রোগের কারণে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক