1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে এসে ভিসা নেবার সুবিধা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৯ ফেব্রুয়ারি ২০১৪

আগাম ভিসা ছাড়াই ভারতে এসে ভিসা নেবার সুবিধা পাবেন বাংলাদেশসহ ১৮০টি দেশের নাগরিকরা৷ তবে ৮টি দেশকে এই সুবিধা দেয়া হবে না নিরাপত্তার কারণে৷ ‘‘ভিসা-অন-অ্যারাইভ্যাল’’ নামের নতুন এই ব্যবস্থা চালু হবে ২০১৪-এর অক্টোবর থেকে৷

https://p.dw.com/p/1B5Sl
Indien Tourismus Rückgang
ছবি: Getty Images/AFP

আগাম ভিসা ছাড়াই ভারতে আসার সুযোগ পাবেন ১৮০টি দেশের নাগরিক৷ ভারতে আসার পর বিমানবন্দরেই তাঁদের দেয়া হবে ভিসা৷ এ জন্য আপাতত ৯টি বিমানবন্দরকে বেছে নেয়া হয়েছে৷ তার মধ্যে আছে, নতুন দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, কোচি, হায়দ্রাবাদ, গোয়া ,ত্রিবান্দ্রম ও বেঙ্গালুরু৷ এইসব বিমানবন্দরগুলিতে থাকবে বাড়তি কাউন্টার, যাতে বিদেশি পর্যটকদের বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়৷ এ বছরের অক্টোবর মাস থেকে নতুন করে ঢেলে সাজানো এই ভিসা ব্যবস্থা চালু হলে বিদেশি পর্যটকদের রওনা হবার সপ্তাহ খানেক আগে অন-লাইন ভিসা আবেদনপত্র পাঠাতে হবে ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে৷ সেখানে ভিসা আবেদন পরীক্ষা করে দু-তিন দিনের মধ্যেই জানিয়ে দেয়া হবে ভিসা মঞ্জুরের সবুজ সংকেত৷ বর্তমানে বিদেশি পর্যটকদের ভিসার জন্য বেশ কিছুদিন অপেক্ষা ও দৌড়ঝাঁপ করতে হতো৷ সেটা এখন আর করতে হবে না৷

Blick auf Himalaya
২০১২ সালে ভারতে আসে মাত্র ৫৬ লাখ বিদেশি পর্যটকছবি: DW/A. Chatterjee

তবে আপাতত ৮টি দেশকে এই সুবিধা দেয়া হবেনা নিরাপত্তার কারণে৷ তার মধ্যে আছে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, শ্রীলঙ্কা, নাইজিরিয়া, সুদান ও সোমালিয়া৷ চীনকে পারস্পারিকতার বন্ধনিতে রাখা হয়েছে৷ অর্থাৎ চীন যদি ভারতীয় নাগরিকদের অনুরূপ সুবিধা দেয়, তাহলে ভারতও দেবে৷ পররাষ্ট্রমন্ত্রী সলমান খুরশিদ বলেন, ‘‘এটা একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ভারতের৷ আরো বেশি সংখ্যায় বিদেশি পর্যটক ভারতে আসুন, এটাই আমাদের কাম্য৷'' সেদিক থেকে ভারতে এসেই ভিসা পাবার এই নিয়ম তাঁদের পক্ষে এক বড় পাওনা সন্দেহ নেই৷ তবে সময়ান্তরে এই ব্যবস্থা পর্যালোচনা করা হবে৷ বর্তমানে জাপান, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ১১টি দেশকে ‘‘ভিসা-অন-অ্যারাইভ্যাল'' সুবিধা দেয়া হয়৷

সংসদীয় ও পরিকল্পনা বিষয়ক প্রতিমন্ত্রী মন্ত্রী রাজীব শুক্লা এই নতুন ভিসা ব্যবস্থাকে বলেছেন ঐতিহাসিক৷ পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রণীত কৌর সংবাদ মাধ্যমের কাছে জাল ভিসা ধরার জন্য বিদেশি নাগরিকদের বায়ো-মেট্রিক ডেটা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন৷ সে জন্য ভারতীয় কনস্যুলেটগুলিতে এক পরীক্ষামূলক সেন্টার খোলা হচ্ছে৷ উল্লেখ্য, ডেভিড হেডলি নামে এক বিদেশি নাগরিক মার্কিন যুক্তরাষ্টের পাসপোর্টে দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে বেশ কয়েকবার ভারতে এসেছিল সন্ত্রাসী কার্যকলাপ চালাতে৷ সন্দেহ, ২০০৮-এর ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলায় হেডলির বড় ভূমিকা ছিল৷ তারপর ২০০৯ সাল থেকে ভারত ভিসা দেবার ক্ষেত্রে কড়াকড়ি শুরু করে৷ এই উদার ভিসা নীতিতে ঘোরতর আপত্তি ছিল ভারতের গোয়েন্দা বিভাগের৷ প্রযুক্তিগত রক্ষাকবচের সংস্থান ব্যাখ্যা কোরে গোয়েন্দা বিভাগকে রাজি করানো হয়৷

এই উদার ভিসা ব্যবস্থায় সবথেকে খুশি হয়েছে ইন্ডিয়ান অ্যাসোশিয়েশন অফ ট্যুর অপারেটরস৷ এই সংস্থার এক শীর্ষ কর্তাব্যক্তি বলেছেন, ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, পাহাড়-পর্বত, সমুদ্র, অরণ্যে ঘেরা প্রকৃতি সত্ত্বেও ভিসার কড়াকড়ির দরুন বিদেশি পর্যটক আগমন কমে যাচ্ছিল৷ ২০১২ সালে ভারতে আসে মাত্র ৫৬ লাখ বিদেশি পর্যটক৷ সাধারণত, সবথেকে বেশি পর্যটক আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৬ লাখ, তারপর ব্রিটেন ও বাংলাদেশ৷ বাংলাদেশ থেকে ঐ বছরে আসে সাড়ে সাত লাখ এবং জার্মানি থেকে আসে প্রায় চার লাখ পর্যটক৷ ভিসা উদার করার ফলে বিদেশি পর্যটক আগমন বাড়বে এবং পর্যটন শিল্পে আসবে জোয়ার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য