1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার রোডম্যাপ প্রকাশ

২৫ জুন ২০০৯

ভারতের প্রতিরক্ষা ব্যবস্হাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার এক রোডম্যাপ বৃহস্পতিবার তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনী৷

https://p.dw.com/p/IbI1
ছবি: AP

বৃহস্পতিবার নতুনদিল্লীতে, প্রতিরক্ষা বাহিনীর যৌথ কমান্ডের দুই দিনের অধিবেশনের উদ্বোধন করে তিনি বলেন, পাকিস্তানের তালেবান ভারতের পক্ষে প্রকৃত বিপদের কারণ৷

এই এলাকার ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে, ভারতের প্রতিরক্ষা ব্যবস্হাকে আরও উন্নত ও শক্তিশালী করার এক রোডম্যাপ তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনী বৃহস্পতিবার বলেন যে, পাকিস্তানে লাগাতার তালেবান হামলা শুধু ভারতের নয়, এই এলাকার শান্তি ও সুস্হিতির পক্ষে প্রকৃত বিপদের কারণ৷

বৃহস্পতিবার নতুনদিল্লীতে, প্রতিরক্ষা বাহিনীর তিন শাখার যৌথ কমান্ডের ২-দিনের অধিবেশনের উদ্বোধন করে অ্যান্টনী পাকিস্তানের অগ্নিগর্ভ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ করে চলেছে৷ কাজেই ভারতের পশ্চিম সীমান্তে নিরাপত্তা জোরদার হওয়া দরকার৷ পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রসংগে তিনি সাংবাদিকদের কাছে ভারতের অবস্থান ব্যক্ত করে বলেন, পাকিস্তান যদি তার ভূখন্ড থেকে ভারত বিরোধী কার্যকলাপ দমন করে তাহলেই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সম্ভব৷

মার্কিণ যুক্তরাষ্ট্রর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোন্স শুক্রবার নতুনদিল্লীতে আফগান পরিস্হিতি ও পাকিস্তানে তালেবানী সন্ত্রাস ইস্যুতে ভারতকে অবহিত করবেন এবং ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করবেন৷ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রী জানান যে, মুম্বাই সন্ত্রাসী কান্ডের মত ঘটনা রোধে জলসীমার নিরাপত্তার দায়িত্ব থাকবে নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর ওপর৷ চীন সীমান্তে ভারতের অরুনাচল প্রদেশে দু- ডিভিশন মাউন্টেন মোতায়েন করা হবে৷ তৈরী হচ্ছে আধুনিক বিমানঘাঁটি৷ তবে সবথেকে জরুরী বাহিনী ত্রয়ের মধ্যে সুষ্ঠু সমন্বয়৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লী, সম্পাদনা: আবদুস সাত্তার