1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের প্রতিযোগীদের হাতে থাকবে অলিম্পিক পতাকা!

১৩ জানুয়ারি ২০১৪

সোচি শীতকালীন অলিম্পিকে ভারতের প্রতিযোগীরা জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করতে পারবেন না৷ দেশটির তিন ক্রীড়াবিদকে অংশ নিতে হবে অলিম্পিক পতাকা নিয়ে৷

https://p.dw.com/p/1Ap3W
ছবি: KIRILL KUDRYAVTSEV/AFP/Getty Images

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত ব্যক্তি কমিটিতে থাকায় ২০১২ সালের ডিসেম্বরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বরখাস্ত করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)৷ ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের কমিটিতে দুর্নীতির অভিযোগে দশ মাস জেল খাটা ব্যক্তিও নির্বাচিত হয়ে বড় দায়িত্ব পেয়ে গেছেন৷ তাঁর নাম ললিত ভানোত৷ মহাসচিব হিসেবে তিনি নির্বাচিত হওয়ার পরপরই কমিটি নিয়ে আপত্তি তোলে আইওসি৷ কমিটির আরো কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে৷ তাই এ কমিটি ভেঙে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল আইওসি৷ সেই আহ্বানে সাড়া না দেয়ার কারণেই ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বরখাস্ত করে আইওসি৷

গত মাসে আইওসি জানায়, সোচি শীতকালীন অলিম্পিকের আগে নতুন নির্বাচন হলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে, সেক্ষেত্রে ভারতের ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে৷ সোচি অলিম্পিক শুরু হবে ৬ ফেব্রুয়ারি৷ ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন হবে ৯ ফেব্রুয়ারি৷ আসর শুরুর আগে না হলেও নির্বাচন যে হচ্ছে সে কারণেই ভারতের প্রতিযোগীদের অংশগ্রহণের একটা সুযোগ করে দিয়েছে আইওসি৷ ফলে সোচি অলিম্পিকে কোয়ালিফাই করা তিনজন ভারতীয় ক্রীড়াবিদ অংশ নিতে পারবেন৷ তবে আইওসি জানিয়েছে, প্রতিযোগীদের অলিম্পিকের পতাকা নিয়ে অংশ নিতে হবে, ভারতের জাতীয় পতাকা নিয়ে তাঁরা অংশ নিতে পারবেন না৷ আইওসি জানিয়েছে, ভারতীয় প্রতিযোগীদের ‘ব্যক্তিগত প্রতিযোগী' হিসেবে অংশ নিতে দেয়া হচ্ছে, দেশের প্রতিনিধি হিসেবে নয়৷

এসিবি/জেডএইচ (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য