1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় স্ন্যাক্সের দখলে বাংলাদেশের ফাস্ট ফুড বাজার

৬ নভেম্বর ২০০৯

দইয়ে ডোবা ফুচকা৷ নাম দই ফুচকা৷ আবার কখনো ছোলা, ফুচকা, দই, ঝাল সব মিলিয়ে কোন একটা খাবার৷ মনে হলেই কেমন যেনো জিবে পানি চলে আসে৷ তবে এর কোনটাই বাংলাদেশী খাবার নয়৷

https://p.dw.com/p/KPoe
ফাইল ফটোছবি: Windell H. Oskay

ভারতীয় স্ন্যাক্স এখন দখল করে আছে বাংলাদেশের বিশাল ফাস্ট ফুডের বাজার৷

দোকনের নাম ‘ভেলপুরি'৷ আর ভিড়? দেখলে মনে হবে হয় সস্তায়, না হয় বিনামূল্যে খুব মজার কোন খাবার বিক্রি হচ্ছে৷ খাবার গুলো মজার হলেও একেবারে সস্তা নয়৷ আর কতোটা জনপ্রিয় তা ভিড় দেখলেই বোঝা যায়৷ এরকম আরো বেশকিছু দোকান আছে ঢাকা শহরে৷ বড় বড় শপিংমলগুলোতে তো ভারতীয় খাবারের আলাদা কর্ণারই আছে৷ কারণ দিন দিন বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ফুচকা, পাপড়ি চাট, ছোলাবাটোরা বা রাজকাচুরির জনপ্রিয়তা এখন তুঙ্গে৷

ঢাকার অনেক সংবাদ মাধ্যমই বলছে, বার্গার বা স্যান্ডুইচের যুগকে পিছনে ফেলে ভারতীয় অনেক খাবারই দাম এবং মানের কারণে মানুষের কাছে পৌঁছে গেছে৷ ভারতীয় খাবারের দোকানগুলোতে এখন ভিড় পিৎজার দোকনের চেয়ে একটু বেশিই৷ তবে এই খাবার যে শুধু বাংলাদেশীদেরই আকর্ষণ করে থাকে তা নয়৷ বিদেশিরাও ঝুঁকছেন ভারতীয় খাবারের দিকে৷ কারণ মোটামুটি উচ্চ তাপমাত্রার বাংলাদেশে টক দইয়ের লাসসি যে সত্যিই শরীরের জন্য উপাদেয়৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক