1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলের ভবিষ্যৎ ভাবনা

১১ জুলাই ২০১৪

জার্মানির কাছে ঐতিহাসিক হারের পর ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে৷ অনেক কিছুর মধ্যে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগের কথাও বলছেন কেউ কেউ৷

https://p.dw.com/p/1CaeT
ছবি: Reuters

ব্রাজিলের ক্রীড়া দৈনিক লানসে বলছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যে এমন কর্মকর্তা আছেন যাঁরা বিদেশি কোচ নিয়োগের পক্ষে৷ তবে স্থানীয় কোচের মধ্যে টিটে-কেই পরবর্তী কোচ হিসেবে এগিয়ে রাখছে দৈনিকটি৷

Trainer Adenor Leonardo Bachi (Tite)
আডেনর লেওনার্ডো বাকিছবি: Nelson Almeida/AFP/Getty Images

টিটে'র পুরো নাম আডেনর লেওনার্ডো বাকি৷ ব্রাজিলের করিন্থিয়ান্স ক্লাবের হয়ে ২০১২ সালে দক্ষিণ অ্যামেরিকার সেরা ক্লাব টুর্নামেন্ট ‘কোপা লিবেরটাডোরেস' জেতেন তিনি৷ এছাড়া ঐ বছরই চেলসিকে হারিয়ে বিশ্ব ক্লাব কাপের শিরোপাও জেতে কোরিন্থিয়ান্স৷

এদিকে ‘সাদা পেলে' বলে পরিচিত ব্রাজিলের জিকো ভবিষ্যৎ কোচ হিসেবে পছন্দ করছেন মুরিসি রামালিয়ো'কে৷ ২০১০ সালে রামালিয়োকে ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল৷ কিন্তু সেসময় ফ্লুমিনেন্সে ক্লাবের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতা থাকায় প্রস্তাব গ্রহণ করতে পারেননি তিনি৷

নাকি গুয়ার্দিওলা?

Trainer Muricy Ramalho
মুরিসি রামালিয়োছবি: picture alliance/LEVI BIANCO

হ্যাঁ ঠিকই শুনেছেন৷ বার্সেলোনার সাবেক আর বায়ার্নের বর্তমান কোচ পেপ গুয়ার্দিওলার কথাই বলা হচ্ছে৷ ২০১২ সালেও একবার ব্রাজিলের কোচ হিসেবে গুয়ার্দিওলার নামের গুঞ্জন উঠেছিল৷ সেবার গুয়ার্দিওলাকে কোচ বানানোর দাবি জানিয়ে অনলাইনে কয়েকটি গ্রুপও খুলেছিল ব্রাজিল সমর্থকরা৷ সেসময় গুয়ার্দিওলা নিজেও ভবিষ্যতে কোনো একসময় ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রাজিলের ক্রীড়া দৈনিক লানসে

এদিকে গতমাসে আর্জেন্টিনায় এক অনুষ্ঠানে গুয়ার্দিওলা ভবিষ্যতে বিশ্বকাপের কোনো দলের কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের সময় পুরো বিশ্ব থমকে দাঁড়ায়৷ আমি সেই অভিজ্ঞতাটা অর্জন করতে চাই৷ আমি আশা করছি কেউ আমাকে চাইবে৷''

তবে ব্রাজিলের ফুটবল বিষয়ক এক ব্লগার আলেকজান্দ্রে গোন্চিসো বলেছেন, ‘‘গুয়ার্দিওলা হয়তো ভালো হতে পারে, কিন্তু ব্রাজিলের জন্য একজন বিদেশি কোচ হবে রিয়েল কালচার শক৷''

এদিকে লানসে পত্রিকার লেখক মিচেল কাস্টেলার মনে করেন বিদেশি কাউকে নিয়োগ দেয়া হলে তার কাজ হবে ব্রাজিলকে ‘জোগো বোনিতো' বা সুন্দর ফুটবলের স্টাইলে ফিরিয়ে নেয়া৷ ‘‘যদি তিনি (বিদেশি কোচ) ইউরোপীয় মানসিকতা নিয়ে আসেন তাহলে তিনি ব্যর্থ হবেন৷''

জিকোর প্রস্তাব

‘সাদা পেলে' জিকো ব্রাজিলের সেরা খেলোয়াড়দের ব্রাজিলের লিগেই খেলার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন৷ তিনি বলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের উচিত সব ক্লাবের প্রধানদের সঙ্গে বসে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া৷

জেডএইচ / এসবি (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য