1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'বড় ধরনের অবৈধ অস্ত্রের চালান ঢুকতে পারে'

৩১ জুলাই ২০১১

দেশের অভ্যন্তরে বড় ধরনের অবৈধ অস্ত্রের চালান ঢুকেছে বলে আশঙ্কা করছেন ব়্যাব কর্মকর্তারা৷ গত বুধবার ঢাকার অদূরে গাজিপুরের কালিয়াকৈর এলাকার গভীর বন থেকে উদ্ধার করা একে-৪৭ রাইফেলের ২০ হাজার রাউন্ড গুলি এ আশঙ্কার কারণ৷

https://p.dw.com/p/126jO
ছবি: DPA

দেশের অভ্যন্তরে বড় ধরনের অবৈধ অস্ত্রের চালান ঢুকেছে বলে আশঙ্কা করছেন ব়্যাব কর্মকর্তারা৷ গত বুধবার ঢাকার অদূরে গাজিপুরের কালিয়াকৈর এলাকার গভীর বন থেকে উদ্ধার করা একে-৪৭ রাইফেলের ২০ হাজার রাউন্ড গুলি এ আশঙ্কার কারণ৷

এ তথ্য জানিয়েছেন ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ৷

তাঁর মতে, যদি সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্রের চালান নাও ঢুকে থাকে তাহলেও সন্ত্রাসীরা একে-৪৭ রাইফেলের মত আধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে৷

কালিয়াকৈরের বন থেকে একে-৪৭ রাইফেলের ২০ হাজার রাউন্ড গুলি ছাড়াও উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম৷ ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ জানান, এতো গুলি ব্যবহারের জন্য আগ্নেয়াস্ত্র প্রয়োজন৷ তাঁর ধারণা, গুলির সঙ্গে একে-৪৭ রাইফেলের অবৈধ চালান দেশে ঢুকতে পারে৷ আর তা না হলে আগেই এ ধরনের আগ্নেয়াস্ত্র অবৈধভাবে আনা হয়েছে৷ গুলি ও বিস্ফোরক উদ্ধারের পর এখন আগ্নেয়াস্ত্রের খোঁজে রয়েছেন তারা৷ আর এজন্য তারা এখন ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন৷

তিনি জানান, বাংলাদেশে এখনো কয়েকটি জঙ্গী সংগঠন তৎপর রয়েছে৷ রয়েছে চরমপন্থী গোষ্ঠী৷ তাদের মধ্যে যে কোন গোষ্ঠী এর পেছনে থাকতে পারে৷ তিনি বলেন, এদের মধ্যে আদর্শিক মিল না থাকলেও অস্ত্র ও গোলা বারুদের ব্যাপারে তাদের মধ্য যোগাযোগ আছে৷ তারা পরস্পরকে এ ব্যাপারে সহায়তা করে৷

কমান্ডার সোহাইল জানান, নাশকতার জন্যই এসব গুলি আর বিস্ফোরক আনা হয়েছে৷ জড়িতদের শিগগিরই গ্রেফতার করা সম্ভব হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য