1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় দুই দলের বিকল্প হতে চান এরশাদ

২৪ জুলাই ২০১১

আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা করছেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ৷ তিনি বলেন, দেশের মানুষ বড় দু’টি রাজনৈতিক দলের হাত থেকে মুক্তি চায়৷

https://p.dw.com/p/122XX
Arun Chowdhury (4726, Bengalische Redaktion, southasia@dw-world.de) wuenscht die Einstellung eines Bildes in die DW-Online-Datenbank. Gewuenschter Titel des Bildes: H. M. Ershad, ehemaliger Präsident von Bangladesch Gewuenschte Bildbeschreibung Siehe oben Gewuenschte Schlagworte: Ershad, Bangladesh Uebertragung der Rechte dieses Bildes an DW-Online I, Abul Kalam Azad, took this picture and am expressly allowing DW-online to use it.
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদছবি: DW

দেশের বড় দু'টি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এখন তাদের নেতৃত্বে জোট বড় করতে চাইছে৷ আর এজন্য তারা ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহতভাবে বৈঠক করে যাচ্ছে৷ আর ছোট দলগুলোও সাবধানে পা ফেলছে৷ তারা উভয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেও কাউকেই কথা না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে৷ এই পরিস্থিতে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আশা করছেন আগামী নির্বাচনে বিকল্প শক্তির উত্থান ঘটবে৷ তাঁর মতে, দেশের সাধারণ মানুষ দুই বড় দলের দ্বন্দ্ব-সংঘাত থেকে মুক্তি চায়৷ আর সেই বিকল্প শক্তি হতে পারে জাতীয় পার্টি৷

এরশাদ বলেন, তাঁর দল এখনো মহাজাটে আছে৷ কিন্তু সময়মতো জোট থেকে বের হয়ে আলাদাভাবে নির্বাচন করবে৷ জাতীয় পার্টির সেই শক্তি আছে এবং আলাদা নির্বাচনের প্রস্তুতিও চলছে৷

এরশাদ বলেন, জোটের শক্তি বৃদ্ধির নামে বড় দু'টি রাজনৈতিক দলের ছোট ছোট দলের পিছনে ধর্ণা দেওয়া তাদের রাজনৈতিক দৈন্যরতাই প্রকাশ ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান