1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তাল শাহবাগ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ ফেব্রুয়ারি ২০১৩

শাহবাগ আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের ঘটনায় প্রজন্ম চত্বর ফুঁসে উঠেছে৷ ডাক দিয়েছে আরো কঠোর আন্দোলনের৷

https://p.dw.com/p/17fPA
ছবি: DW/H. Swapan

গত রাতে মিরপুরের পলাশবাড়ি এলাকায় রাজীবের বাসার কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়৷ রাজীব দুপুরের পর শাহবাগের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান৷ রাত সাড়ে ৯টার দিকে তার লাশ পাওয়া যায়৷ রাজীবের বাবা ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন ভাবতেই পারছেন না যে তাঁর ছেলের কোন শত্রু থাকতে পারে৷

রাজীবের মামা খুররম জোয়র্দার জানান, স্থপতি রাজীব একজন ব্লগার৷ ‘থাবা বাবা' নামে তিনি ব্লগ লিখতেন৷ শাহবাগ আন্দোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন৷ তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অনেক আগে থেকেই সোচ্চার ছিলেন৷ এ নিয়ে ব্লগে লেখালেখির কারণে তাঁকে শাহবাগ আন্দোলন শুরুর পর হুমকিও দেয়া হয়৷

রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগের প্রজন্ম চত্বর এখন ফুঁসছে৷ এই ঘটনার পর তাঁরা আন্দোলন আরো বেগবান করার শপথ নিয়েছে৷ সকালে পালন করেছে কালো ব্যাজ ধারণ কর্মসূচি৷ তাঁরা বলেছে, যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং রাজীব হত্যার বিচারের দাবিতে তাঁরা ২৪ ঘণ্টাই আন্দোলন চালিয়ে যাবেন৷

Bangladesh Protest gegen Kriegsverbrecher
শাহবাগ আরও উত্তাল হয়ে উঠেছেছবি: REUTERS

আন্দোলনকারীরা বলেছেন, রাজীবকে হত্যা করে তাদের দমানো যাবেনা৷ রাজীবের রক্তে এই আন্দোলন আরো বেগবান হবে৷ তাঁরা সোমবার জামায়াত-শিবিরের হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন৷

বিকেলে শাহবাগে রাজীবের জানাজায় লাখো মানুষ অংশ নেন৷ জানাজা শেষে তাঁরা রাজীব হত্যার বদলা নিতে জামাত-শিবির মুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন৷

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজীবের বাসায় যান৷ তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের রাজীব হত্যাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন৷ তিনি রাজীবকে শাহবাগ আন্দোলনের প্রথম শহীদ বলে অভিহিত করেন৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেন, অপরাধীরা ছাড়া পাবেনা৷

পুলিশ জানায়, তারা সন্দেহভাজন ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে৷ রাজীবকে যারা হত্যা করেছে, তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে পুলিশ জানতে পেরেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য