1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগারদের নিরাপত্তা চেয়ে থানায় জানা

আরাফাতুল ইসলাম২৫ ফেব্রুয়ারি ২০১৩

জনপ্রিয় কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ব্লগারদের নিরাপত্তা চেয়ে ঢাকার একটি থানায় সাধারণ ডায়েরি করেছেন৷ সোমবার এক সংবাদ সম্মেলনের পর আইনের দ্বারস্থ হলেন তিনি৷

https://p.dw.com/p/17lNg

বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগের বিরুদ্ধে অপপ্রচার এবং ব্লগারদের হয়রানির অভিযোগ তুলেছেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ এই ব্লগটির প্রতিষ্ঠাতা তিনি৷ ২০০৫ সালের ১৫ই ডিসেম্বর যাত্রা শুরু করা বাংলা প্ল্যাটফর্মটিতে বর্তমানে নিবন্ধিত ব্লগের সংখ্যা এক লাখ চল্লিশ হাজারের মতো৷

জানা অভিযোগ করেছেন, গত দু'সপ্তাহের বেশি সময় ধরে সামহয়্যার ইন ব্লগের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে৷ একইভাবে তাঁর নামে নকল ফেসবুক পাতা খুলে তাঁকে হয়রানি করা হচ্ছে৷ ঢাকার একটি থানায় বসে সোমবার বিকেলে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জানা বলেন, ‘‘একটি গ্রুপ সামহয়্যার ইন ব্লগের নামে ছড়াচ্ছে যে, এটি একটি জামাতি প্ল্যাটফর্ম৷ একইভাবে আরেকটি গ্রুপ ছড়াচ্ছে এটি একটি নাস্তিক প্ল্যাটফর্ম৷ এতে করে আমাদের এক লক্ষ চল্লিশ হাজার ব্লগার প্রচণ্ডভাবে আহত এবং অসম্মান বোধ করছেন৷''

দেশের বর্তমান পরিস্থিতির আলোকে বর্তমানে ব্লগাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান জানা৷ তিনি বলেন, ‘‘ব্লগাররা অনিরাপত্তায় ভুগছেন৷ কেননা আজকে দেশের যে পরিস্থিতি, তাতে এর যেকোন একটি, যে কোন ব্লগারের জন্য ভয়াবহ দুর্ঘটনা ডেকে আনতে পারে৷''

ইতোমধ্যে সামহয়্যার ইন ব্লগের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এবং ব্লগারদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ ব্যক্তিগতভাবে জানা নিজেও হয়রানির শিকার হচ্ছেন৷ বিশেষ করে, দেশের মধ্য থেকে এবং বিদেশ থেকে তাঁকে ফোন করে হেনস্তা করা হচ্ছে৷ জানা এই বিষয় বলেন, ‘‘আমার নিজের নামে মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে৷ এবং সেখানে আমার নাম এবং মোবাইল ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে৷ যার জন্য আমি ভীষণভাবে হয়রানির শিকার হচ্ছি৷ দেশে এবং বিদেশ থেকে নানা ধরনের ফোন পাচ্ছি৷''

Somewhereinblog Press conference in Dhaka
ঢাকায় সংবাদ সম্মেলনে কয়েকজন ব্লগারের সঙ্গে সৈয়দা গুলশান ফেরদৌস জানা (ডান থেকে দ্বিতীয়)ছবি: somewhereinblog.net

ঠিক কারা সামহয়্যার ইন ব্লগ এবং সেই প্ল্যাটফর্মের ব্লগারদের বিরুদ্ধে, একইসঙ্গে জানার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তা জানাতে পারেননি পৃথিবীর সর্ববৃহৎ কমিউনিটি বাংলা ব্লগের এই প্রতিষ্ঠাতা৷ তবে থানায় সাধারণ ডায়েরি ছাড়াও বিভিন্ন দূতাবাসে এবং ক্ষমতাসীন সরকারের উচ্চ পর্যায়কে হয়রানির বিষয়টি অবগত করেছেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷

উল্লেখ্য, বর্তমানে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং যুদ্ধাপরাধের দায়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ব্লগারদের নেতৃত্বে আন্দোলন করছেন সাধারণ জনতা৷ তবে বিভিন্ন ইসলামি দল ব্লগারদের এই আন্দোলনকে ‘ধর্মের বিরুদ্ধে নাস্তিকদের অবস্থান' হিসেবে আখ্যা দিচ্ছে৷ বিষয়টি নিয়ে বাংলাদেশে এখন চরম উত্তেজনা বিরাজ করছে৷ এরকম একটি পরিস্থিতিতে সামহয়্যার ইন ব্লগ বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে উদ্বিগ্ন প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান