1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসিফ মহিউদ্দীন

১৭ জানুয়ারি ২০১৩

সোমবার রাতে বাংলাদেশের ব্লগার আসিফ মহিউদ্দীনের ওপর হামলায় সরব ব্লগার সমাজ সহ অসংখ্য মানুষ৷ সাংবাদিক ও ব্লগারের নিরাপত্তার দাবিও বেড়ে চলেছে৷ এই প্রেক্ষাপটে ব্লগার আবু সুফিয়ান মঙ্গলবার ডয়চে ভেলেকে ঘটনার মূল্যায়ন করেছেন৷

https://p.dw.com/p/17KRm
ছবি: www.somewhereinblog.net

ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতা দ্য ববস-এর সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার জয়ী ব্লগার আবু সুফিয়ান প্রথমেই বলেন, বাংলাদেশের সাংবাদিক ও ব্লগাররা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন৷ একই সঙ্গে তাঁরা উদ্বিগ্ন ও শঙ্কিত যে এ ধরণের ঘটনা ঘটতে থাকলে এবং দোষীদের সনাক্ত করতে সরকার ব্যর্থ হলে এর পরে আরও বড় ধরণের ঘটনা ঘটতে পারে৷

Blogger Bangladesch Asif Mohiuddin
ব্লগার আসিফ মহিউদ্দীনছবি: Asif Mohiuddin

সোমবার রাতে ঘটনার পর থেকেই ব্লগাররা হাসপাতালে ছুটে গেছেন৷ বাংলাদেশের বিভিন্ন ব্লগিং প্ল্যাটফর্মে এই ঘটনা নিয়ে লেখালিখি হচ্ছে৷ তাঁরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন৷

২০১২ সালটি ছিল বাংলাদেশে সাংবাদিকদের জন্য ছিল ভয়ংকর৷ এ বছর বহু সাংবাদিক নিহত বা নির্যাতনের স্বীকার হয়েছেন৷ ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির ওপর নজরদারি করা হয়েছে, ব্লগারদের উপর নজরদারি করা হয়েছে৷ এমন অবস্থায় সাংবাদিক ও ব্লগারদের ঐক্য অত্যন্ত জরুরি বলে মনে করেন আবু সুফিয়ান৷ সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের জন্য দায়ীদের সনাক্ত ও তাদের বিচারের দাবিতে বিভক্ত সাংবাদিক ইউনিয়ন আন্দোলন করছে৷ এখন তারা একই মঞ্চে আসায় আশার আলো দেখা যাচ্ছে৷ তারা এই ঐক্য ধরে রাখতে পারলে দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আবু সুফিয়ান মনে করেন৷

MMT BM/160113/Interview: Abu Sufiyan on attack on blogger Asif Mohiuddin - MP3-Mono

আবু সুফিয়ান এ প্রসঙ্গে আরও মনে করিয়ে দেন, যে সরকারই ক্ষমতায় এসেছে, তাদের আমলে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে৷ বর্তমান সরকারের আমলে একটি ঘটনারও বিচার এখনও পর্যন্ত হয় নি৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য